সাজ্জাদুল ইসলাম: [২] প্রধান বিচারপতি আমির ফারুকের বেঞ্চে কূটনৈতিক তার বার্তা ফাঁস বা সিফার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আটক পরবর্তী জামিনের এই শুনানি অনুষ্ঠিত হবে। ওই দিন পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফআইএ) প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির থাকতে বলেছেন আদালত। সূত্র: এক্সপ্রেস ট্র্রিবিউন, মিলেনিয়াম পোস্ট
[৩] তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরানকে তিন বছরের সাজা দেন আদালত। এরপর থেকে অ্যাটক কারাগারে বন্দি আছেন তিনি।
[৪] বিশেষ আদালত তার জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর ইমরন খান (৭০) ইসলামাবাদ হাইকোর্টে এ জামিনের আবেদন করেন।
[৫] বিশেষ আদালতে ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মাদ কোরোশির বিরুদ্ধে এ মামলা প্রক্রিয়া চলছে। বিশেষ আদালত গত ১৩ সেপ্টেম্বর ইমরান খান ও দুবারের পররাষ্ট্রমন্ত্রী কোরেশির সিফার মামলায় বিচারক রিমান্ড ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি মঞ্জুর করে।
[৬] উভয় নেতার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লংঘনের অভিযোগ আনা হয়েছে। গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের পাকিস্তান দূতাবাসের পাঠানো একটি গুরুত্বপূর্ণ নথি খোয়া যায় সিফার মামলায় উল্লেখ করা হয়েছে।
এসআই/এইচএ