শিরোনাম
◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ ◈ পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস! ◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালিস্তানপন্থী নেতা হত্যা বিষয়ে ভারতের প্রতি কানাডার তদন্তে সহায়তার আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ইকবাল খান: [২] নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার সংবাদ সম্মেলনে খালিস্তানপন্থী শিখ নেতা হরদিপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ইস্যুতে প্রকাশ্যে এ আহবান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি জবাবদিহিতার গুরুত্বের ওপর জোর দেন এবং ভারতের প্রতি আহ্বান জানান একটি পূর্ণাঙ্গ তদন্তে সমর্থন দিতে। সূত্র: ডয়েচে ভেলে

[৩] অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আমরা জবাবদিহিতা দেখতে চাই। এটা গুরুত্বপূর্ণ যে তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কাঙ্খিত ফল বেরিয়ে এসেছে। ব্লিঙ্কেন বলেন, আন্তর্জাতিক দমন মারাত্মক একটি গুরুতর ইস্যু। 

[৪] নিজ্জার হত্যার ঘটনা নিয়ে কানাডা ও ভারতের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা সম্পর্কিত প্রশ্নের জবাবে বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ভারত বিশেষ কোনো ছাড় পাবে না। দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে জ্যাক সুলিভান দিয়ে বলেন, যেকোনো দেশ জড়িত থাক না কেন যুক্তরাষ্ট্র তার নীতিতে অটল থাকবে। সূত্র: এবিসি নিউজ।

[৫] উল্লেখ্য, নিজ্জার হত্যায় ভারত সরকার এবং তার গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত এমন ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ উত্থাপন করেছে কানাডা। এই হত্যার তদন্তে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে বলে গত সপ্তাহে জানিয়েছেন কানাডার একজন সিনিয়র কর্মকর্তা। কানাডা এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরেছে এমন ধারণার কথা প্রত্যাখ্যান করেন সুলিভান। তিনি বলেন, তাদের অভিন্ন উদ্বেগ আছে এ বিষয়ে। তারা পূর্ণাঙ্গ তদন্ত এবং এই হত্যায় জড়িতদের জবাবদিহিতা চান।

[৬] ১৮ জুন কানাডার ভ্যাংকুভারের কাছে দুই আততায়ী নিজ্জারকে গুলি করে হত্যা করে। সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে তদন্তে তাদের সহযোগিতা চান। কিন্তু ভারত এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। 

[৭] উল্লেখ্য, নিজার একজন পাঞ্জাবি এবং কানাডার নাগরিক। তিনি ভারতের পাঞ্জাবে ‘খালিস্তান’ নামে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত। এ জন্য ভারত তার বিরুদ্ধে সন্ত্রাস ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। 

আইকে/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়