ইমরুল শাহেদ: [২] পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের উদ্ধৃতি দিয়ে ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রীকে বুশরা বিবির সঙ্গে ‘অ-ইসলামিক’ বিয়ে সংক্রান্ত মামলায় ২৫ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেষ দেওয়া হয়েছে।
[৩] এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক কুদরতুল্লাহ বৃহস্পতিবার ইমরান খানকে আদালতে হাজির হওয়ার এই নির্দেশ দেন। ইমরান খান কারাগারে বন্দি আছেন।
[৪] প্রতিবেদনে বলা হয়, ইমরান খান তার ইদ্দতের সময় তৃতীয় স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মুখে পড়েছেন। ইদ্দত হলো একটি ইসলামী পরিভাষা যা বিয়ে বিচ্ছেদের পর অন্য কাউকে বিয়ে করার আগে একজন নারীর জন্য অপেক্ষা করার নির্দিষ্ট সময়কালকে বলা হয়।
[৫] গত ৫ আগস্ট ইমরান খানকে লাহোরের জামান পার্ক বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। শুনানির সময়, বিচারক উল্লিখিত মামলার শুনানির ক্ষেত্রে আদালতের এখতিয়ারকে চ্যালেঞ্জ করে পিটিআই চেয়ারম্যানের আইনজীবীর যুক্তি পরীক্ষা করবেন। আদালতের কাছে সময় চাওয়ার পর বিচারক ইমরান খানের আইনজীবীকে যুক্তি প্রস্তুত করতে বলেন।
[৬] পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং তার বর্তমান স্ত্রী বুশরার বিয়েকে অনৈতিক আখ্যা দেয়া হয়েছে মামলায়। সম্পাদনা: ইকবাল খান