ইকবাল খান: [২] ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় শুক্রবার বিজেপি এমপি রমেশ বিধুরীর জঘন্য সাম্প্রদায়িক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। লোকসভা স্পিকার ওম বিরলা ওই এমপিকে কঠোর ভাষায় সতর্ক করে দেন। চন্দ্রযান ৩ এর সাফল্য নিয়ে আলোচনাকালে বিজেপি এমপি রমেশ বিধুরী মুসলিম বিএসপি এমপি দানিশ আলিকে আক্রমণাত্মক মন্তব্য করেন। শুনেই ক্ষুব্দ হয়ে বিজেপি এমপি আঙুল তুলে বলতে শুরু করলেন, 'ইয়ে উগরাওয়াদি (জঙ্গি), ইয়ে আতঙ্কওয়াদি হ্যায় (সন্ত্রাসী), উগরাওয়াদি হ্যায়, ইয়ে আতঙ্কওয়াদি হ্যায়,।' এখানেই শেষ নয় তিনি আলিকে, 'মোল্লা আতঙ্কওয়াদি, কাটোয়া' বলেতেও দ্বিধা করেননি। যখন তিনি এই সব কথা বলছেন, সেই সময় সরাসরি চলছে লোকসভার টিভি সম্প্রচার। পুরো ভারত দেখেছে তাঁর এই 'ঘৃণা ভাষণ'। সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি
[৩] রমেশ বিধুরীর বক্তব্যের সময় স্পিকার সবাইকে বসতে বলছেন। রমেশ বিধুরীকে থামতে বললেও তিনি চিৎকার করে বলেই যান, 'বাহার ফেকো ইস মোল্লাকো'। পরে স্পিকার পার্লামেন্টের কার্যবিধি থেকে এই ভাষণ বাদ দিতে নির্দেশ দেন। একইসঙ্গে বিজেপি এমপি রমেশ বিধুরীকে সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরণের আচরণের পুনরাবৃত্তি ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
[৪] বিজেপি এমপির এই ধরনের মন্তব্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী এবং লোকসভার উপনেতা রাজনাথ সিং দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেন, 'এমপির মন্তব্যে বিরোধীরা আহত হয়ে থাকলে আমি দুঃখিত।' কিন্তু বিরোধীদের প্রশ্ন, দুঃখপ্রকাশেই শেষ? দলগত ভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বিধুরীর বিরুদ্ধে।
[৫] রমেশ বিধুরীর বক্তব্যের ভিডিওটি এক্সে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। প্রধানমন্ত্রী, বিজেপি সভাপতিকে ট্যাগ করে তাঁর প্রশ্ন, কোনও ব্যবস্থা নেওয়া হবে কি?
[৬] প্রসঙ্গত, একদিন আগেই লোকসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। বৃহস্পতিবার তা পাশ হয় রাজ্যসভায়। রাত অবধি মিষ্টিমুখ হয়েছে এই বিল পাশের আনন্দে। ঠিক সেই রাজনাথ সিং ক্ষমা চাইতে হল রমেশ বিধুরীর ঘৃণা ভাষণের জন্য।