শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১১ জুন, ২০২৩, ০৩:৪৪ রাত
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদ সম্মেলনে জেলেনস্কি

রুশ বাহিনীকে ঠেকাতে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন

ছবি: সংগৃহীত

আখিরুজ্জামান সোহান: ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শনিবার নিশ্চিত করে বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণমূলক ব্যবস্থা শুরু হয়েছে এবং চলছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এ কথা বলেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছেন। সূত্র: এএফপি, বিবিসি

জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনে পাল্টা আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ পর্যায়ে আমি বিস্তারিত কিছু বলব না।’

এদিকে ইউক্রেনীয় সেনারা পূর্বাঞ্চলে বাখমুতের কাছে এবং দক্ষিণে জাপোরিঝিয়ার কাছে অগ্রসর হয়েছে। তারা রাশিয়ান লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলাও চালিয়েছে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন, কিয়েভের দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ ইতিমধ্যে ব্যর্থ হয়েছে।

একজন সাংবাদিক জেলেনস্কিকে এ বিষয়ে মন্তব্য করতে বলেছিলেন। তিনি বলেন, ‘আমাদের পাল্টা আক্রমণ সম্পর্কে পুতিন যা বলেছেন তা আকর্ষণীয়। এটি গুরুত্বপূর্ণ যে রাশিয়া সব সময় এটি অনুভব করে। আমার মতে তাদের বেশি দিন বাকি নেই।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, তিনি সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনিসহ সামরিক কমান্ডারদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ করছেন। তিনি বলেন, ‘সবাই এখন ইতিবাচক। পুতিনকে বলুন!’

এর আগে শনিবারই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একটি অঘোষিত সফরে কিয়েভে পৌঁছন। এরপর তিনি সামরিক অর্কেস্ট্রা বাজানোর সময় যুদ্ধে নিহত সেনাদের ছবি সংবলিত একটি প্রাচীরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এমএএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়