শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৮:২১ রাত
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশ আদালতে আপিল খারিজ, যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে অ্যাসাঞ্জকে

রাশিদুল ইসলাম: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আমেরিকার কাছে হস্তান্তরের ‘খুব কাছাকাছি’ নেয়া হয়েছে। ব্রিটিশ আদালত তার সর্বশেষ আপিল আবেদনটি খারিজ করে দেয়ার পর এই ঝুঁকির মুখে পড়েছেন তিনি। পারসটুডে

আমেরিকার কাছে হস্তান্তরের ফলে বাকি জীবন অ্যাসাঞ্জেকে কারাগারে কাটাতে হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে অ্যাসাঞ্জের আইনজীবীরা জানিয়েছেন, একই আদালতে আবার আপিল করা হবে।

গত বছরের এপ্রিল মাসে অ্যাসাঞ্জেকে আমেরিকার হাতে তুলে দেয়ার আদেশ দিয়েছিলেন ব্রিটেনের একটি আদালত। এরপর জুন মাসে ওই আদেশে দেশটির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সই করেন। আদেশের বিরুদ্ধে আটটি বিষয়ের ওপর ভিত্তি করে অ্যাসাঞ্জে আপিল করেছিলেন। গত মঙ্গলবার ব্রিটিশ হাইকোর্টের বিচারক জনাথন সুইফট সেই আপিল খারিজ করে দেন।

আদালতের আদেশের বিষয়ে অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জে বলেন, আগামী সপ্তাহে তার স্বামী উচ্চ আদালতে আপিলের জন্য নতুন করে আবেদন করবেন। নতুন দুজন বিচারক এই শুনানি করবেন।

অ্যাসাঞ্জে তার আপিলে যুক্তি তুলে ধরে দাবি করেন, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাসাঞ্জেকে হস্তান্তরের আদেশ অনুমোদন করে ভুল করেছেন। কারণ, এটি ব্রিটেন ও আমেরিকার মধ্যকার প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন। প্রত্যর্পণ চুক্তিতে বলা আছে, ‘যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, তা রাজনৈতিক অপরাধ হলে প্রত্যর্পণ মঞ্জুর করা হবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়