মাজহারুল মিচেল: হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ (হ্যাবিট্যাট) বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
হ্যাবিট্যাট কক্সবাজার অফিসের প্রধান ম্যাথিউ গেম্বা বলেন, আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলা করতে প্রাকৃতিক সম্পদ যেমন চুন, মাটি, বালি ও খড় দিয়ে গৃহ নির্মাণ সামগ্রী তৈরীর একটি নতুন প্রকল্প হাতে নেবো। আমাদের পরবর্তী পরিকল্পনার মধ্যেই এটিকে সংযুক্ত করা হয়েছে। আগামী আগস্ট থেকে এ প্রকল্পটি শুরু হতে পারে।
তিনি জানান, এ কার্যক্রম বাস্তবায়ন হলে উপকূল এলাকার মানুষের দুর্যোগের ঝুকি অনেকটা কমে আসবে। পাইলট প্রকল্পটির পরে পূর্ণাঙ্গ আরেকটি প্রকল্প গ্রহণ করা হবে।
সম্প্রতি উখিয়া উপজেলার ক্যাম্প-১১ তে ভয়াবহ অগ্নিকাণ্ডে গৃহহীন হয়ে পড়া ১০০ রোহিঙ্গা পরিবারকে বৃহস্পতিবার দুপুরে তাদের তৈরী বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় সিনিয়র সহকারী সচিব ও ক্যাম্প ১১ ইনচার্জ মো. আল ইমরান, সহকারী সচিব মো. মাকসুদুর রহমান, হ্যাবিট্যাট রেসপন্স ডাইরেক্টর ফ্রিডরিক খ্রীস্টফার, ওয়ার্ল্ডভিশন ম্যানেজার জর্জ সরকার, হ্যাবিট্যাটের প্রজেক্ট কো-অর্ডিনেটর তুষার চক্রবর্তী উপস্থিত ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এমএম/এসবি/এসবি২