শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৭:৫০ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদানের গৃহযুদ্ধে ১৪ লাখ মানুষ বাড়িঘর ছাড়া: জাতিসংঘ

মিহিমা আফরোজ: ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাতের কারণে দেশটির মানবিক পরিস্থিতি প্রতিনিয়ত আরও ভয়াবহ রূপ ধারণ করছে। রোববার জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) প্রকাশিত একটি প্রতিবেদনে সুদানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সিএনএন, কিয়েট নিউজ

প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের জনগণ যুদ্ধ এড়াতে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে। প্রায় ১০ লাখেরও বেশি মানুষ ইতোমধ্যেই দেশের মধ্যেই উদ্বাস্তুতে পরিণত হয়েছে। এছাড়াও সুদান ছেড়ে প্রতিবেশী মিসর, চাদ ও ইথিওপিয়ায় পালিয়ে গেছেন আরও ৩ লাখ ৪৫ হাজার মানুষ।

সুদানের ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৩ মে পর্যন্ত গৃহযুদ্ধে অন্তত ৭৩০ জন নিহত এবং প্রায় ৫৫০০ জন আহত হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন মানবিক কর্মী ও আটজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন সুদানে।

এই গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার কারণে সুদানের কয়েক মিলিয়ন মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছিল। এছাড়া সুদানে আশ্রয় নিয়েছিল প্রতিবেশী দক্ষিণ সুদানও ইরিত্রিয়ার শরণার্থীরাও। আবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকেও বহু মানুষ সুদানে আশ্রয় নিয়েছিল। এবার নিজেরাই উদ্বাস্তুতে পরিণত হচ্ছে সুদানের নাগরিকরা। সম্পাদনা: ইমরুল শাহেদ 

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়