শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০১:৫৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৩, ০১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে কিয়েভে চলতি মাসের ১৫তম বিমান হামলা রাশিয়ার

ইমরুল শাহেদ: সোমবার ভোর রাতে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে রুশ বাহিনী।  আল-জাজিরা

ইউক্রেনের সামরিক প্রশাসনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনী ৪০টিরও বেশি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে। 

মেয়র ভিটালি ক্লিটসকো এবং সামরিক প্রশাসন জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা কাজ করছে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের রাতে ব্যাপকভাবে ড্রোন হামলা চালানো হয়েছে। তাতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। 

কিয়েভ ইনডিপেন্ডেন্ট নিউজ ওয়েভসাইটে বলা হয়েছে, বেশির ভাগ ড্রোনই ইরানের তৈরি শাহেদ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে বলেছেন, ‘ক্রমাগত এই আক্রমণের মাধ্যমে, শত্রুরা বেসামরিক জনগণকে গভীর মানসিক উত্তেজনার মধ্যে রাখতে চায়।’

এদিকে হামলার বিষয়ে মস্কো থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া রয়টার্সও স্বাধীনভাবে হামলার মাত্রার রিপোর্টটি যাচাই করতে সক্ষম হয়নি। তবে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, সোমবার ভোরে কিয়েভ শহরসহ পুরো ইউক্রেন বিমান হামলার সতর্কতার অধীনে থাকলেও তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

রাশিয়া সম্প্রতি কিয়েভের ওপর আক্রমণ ব্যাপকভাবে বাড়িয়েছে। সাম্প্রতিক এসব হামলায় রাশিয়া তথাকথিত কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করছে। সম্পাদনা: রাশিদ

আইএস/আরআর/এএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়