শিরোনাম
◈ উই আর ভেরি হ্যাপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ যাত্রাবাড়ীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুল ছাত্র আহত ◈ নিষেধাজ্ঞা পাওয়ার ব্যক্তিদের নাম প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু ◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ১২:৫১ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৩, ১২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতেও আলোয় উদ্ভাসিত পবিত্র মক্কা: মহাকাশ ভিডিও

সাজ্জাদুল ইসলাম: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পবিত্র নগরী মক্কার রাতের বিস্ময়কর দৃশ্য ধরা পড়েছে। মক্কা শহর যেন আলোর মতো জ্বলজ্বল কর জ্বলছে। সৌদি আরবের প্রথম নারী নভোচারী রায়না বার্নায়ি এ ভিডিও ধারণ করেছেন। সূত্র: টেলার রিপোর্ট

শুক্রবার টুইটারে চিত্তাকর্ষক এ ভিডিও শেয়ার করেছেন রায়ানা। সেখানে মক্কার রাতের দৃশ্য এবং উজ্জ্বল কাবা শরিফ দেখা গেছে। রায়ানার ভিডিওতে বলেন, ‘আমি দিনের জন্য আমার পরীক্ষা-নিরীক্ষা শেষ করার পরে আমরা মক্কার উপর দিয়ে চলে গেলাম। মহাকাশ থেকে দেখা পবিত্র শহরের সৌন্দর্য এবং পবিত্রতাকে বাড়িয়ে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

রায়ানার ভিডিও টুইটারে সাড়া ফেলেছে। এটি উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছে এবং ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।

সৌদি মহাকাশচারী রায়ানা বার্নায়ি এবং আলী আলকার্নি ২১মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান। সেখানে তারা মাইক্রোগ্রাভিটি পরিবেশে ১৪টি অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণা চালাবেন।

বৃহস্পতিবার রায়ানা টুইটারে একটি আপডেটে জানিয়েছিলেন যে, ‘বৈজ্ঞানিক পরীক্ষা শুরু করার প্রথম পদক্ষেপ হলো লাইভ এক্সপেরিমেন্ট বাক্স ব্যবহার করে সংক্রমণের প্রতি প্রতিরোধক কোষের প্রতিক্রিয়া পরীক্ষা করা।’

এর আগে রমজান মাসে পবিত্র দুই নগরীর চিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা আমিরাতের সংযুক্ত আরব আমিরাতের নভোচারী সুলতান আল নেয়াদি। সম্পাদনা: রাশিদ 

এসআই/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়