সাজ্জাদুল ইসলাম: বিজ্ঞানী আনাতোলি মাসলোভ (৭৬) এবং খ্রিস্টিয়ানোভিচ ইনস্টিটিউট অব থিওরিটিক্যাল এন্ড এপ্লাইড মেকানিক্সে (আইটিএএম) কর্মরত তার দুই সহকর্মীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। এক বছর আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আইটিএএম সাইবেরিয়ায় অবস্থিত। আল-জাজিরা
হাইপারসোনিক ক্ষেপনাস্ত্র বিজ্ঞানী মাসলোভ এবং তার সহকর্মী শিপ্লাইউক ও ভ্যালেরি জভেগিন্তসেভকে দেশদ্রোহিতার সন্দেহে গ্রেপ্তার করা হয়। আগামী সপ্তাহে তাদের বিচার শুরু হবে। এসব বিজ্ঞানীর বিরুদ্ধে চীনের কাছে ক্ষেপনাস্ত্রের গোপন তথ্য সরবরাহের দেশদ্রোহিতার অভিযোগ করা হয়েছে।
১ জুন সেইন্ট পিটার্সবার্গ আদালতে আনাতোলি মাসলোভের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হবে। রাশিয়ার পরবর্তী প্রজন্মের ক্ষেপনাস্ত্র নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো এই প্রতিষ্ঠান। এর গতি শব্দের চেয়ে ১০ গুণ।
আদালত জানিয়েছে, এটি ‘সর্বোচ্চ গোপন বিষয়’। তাই এ বিচার সাংবাদিক ও জনগণের দৃষ্টির বাইরে করা হবে। এর আগে ক্রেমলিন বলেছিল যে, সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে। তবে অভিযোগের বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত মাসে রাশিয়ার পার্লামেন্ট দেশদ্রোহিতার শাস্তি ২০ বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন করা হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না
এসআই/এসএ
আপনার মতামত লিখুন :