শিরোনাম

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৯:২৩ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের ফ্লাইটে বিশেষ ইফতার আয়োজন ব্রিটিশ এয়ারওয়েজের

মিহিমা আফরোজ: রমজান মাসজুড়ে মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স যাত্রীদের জন্য ইফতারে আরবি খেজুর এবং লাবান (বাটারমিল্ক) দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিস এয়ারওয়েজ কর্তৃপক্ষ। আরাবিয়ান বিজনেস 

ব্রিটিস এয়ালাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, হিথ্রো থেকে দুবাই, কুয়েত, ইসলামাবাদ, রিয়াদ, বাহরাইন, দোহা, কায়রো, আলজিয়ার্স, আম্মান, মারাকেচ, তিরানা, আন্টালিয়া, দালামান এবং ইস্তাম্বুল যাওয়ার বিএ ফ্লাইটে এই বিশেষ রমজান পরিষেবা দেওয়া হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইফতারের সময় না হওয়া পর্যন্ত কেবিন ক্রুরা যাত্রীদের জন্য খাবার সংরক্ষণ করবে। এছাড়াও ঈদের দিন ব্রিটিশ এয়ারওয়েজের সকল ফ্লাইটেই ঈদ উদযাপন করা হবে। ঈদে ফ্লাইটে থাকা যাত্রীদের জন্য সুস্বাদু লাঞ্চ বা ডিনার পরিবেশন করা হবে।

ব্রিটিশ এয়ারওয়েজের মধ্যপ্রাচ্য ও পাকিস্তানের বাণিজ্যিক ব্যবস্থাপক বলেছেন, রমজান মাস আমাদের অনেক যাত্রীর জন্য বছরের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে তাদেরকে সমর্থন করার জন্য আমরা এই ইফতারের আয়োজন করেছি। আমরা আশা করি, ফ্লাইটে ভ্রমণ করার সময়ও এটি আমাদের যাত্রীদের ইফতারে সহায়তা করবে। সম্পাদনা: ইমরুল শাহেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়