শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৫:২১ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলার হুমকিতে আইসিসির উদ্বেগ

আইসিসি

সাজ্জাদুল ইসলাম: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দ্য হেগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) ওপর হাইপারসনিক ক্ষেপনাস্ত্র হামলা চালানোর হুমকি দেয়ার পর আইসিসি এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আল-জাজিরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর মেদভেদেভ আইসিসির ওপর হামলা চালানোর এ হুমকি প্রদান করেন।

এ ছাড়া রাশিয়ার শীর্ষ তদন্ত সংস্থা আইসিসির কৌসলী করিম খান এবং পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে জড়িত অন্য বিচারকেদের বিরুদ্ধে ফৌজদারি  মামলা শুরু করেছে।

আইসিসি রাষ্ট্রগুলোর এসেম্বলির প্রেসিডেন্সি বলেছে, ‘তারা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার এ চেষ্টা দু:খজনক।’ প্রেসিডেন্সি বলেছে, ‘এসেম্বলি  আইসিসির প্রতি তাদের অবিচল সমর্থ পুণর্ব্যক্ত করে।

মেদভেদেভ গত সোমবার বলেন, ‘নর্থ সি’র রুশ যুদ্ধ জাহাজ থেকে হেগের আদালতে হাইপারসোনিক ক্ষেপনাস্ত্র চালানো সম্ভব।’ হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে বেআইনিভাবে নির্বাসনে পাঠানো জন্য পুতিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এ পরোয়ানা জারি করে।

আইসিসির ১২৩ সদস্য রাষ্ট্রের জন্য আইসিসির আইনগত বাধ্যবাধকতা রয়েছে। তবে রাশিয়া ও ইউক্রেন এমনকি যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়।

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়