শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১১:৫৬ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজান উপলক্ষে সাজানো হলো ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদ

ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদ

সাজ্জাদুল ইসলাম: তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদকে পবিত্র রমজান উপলক্ষে মনোরম সাজে সজ্জিত করা হয়েছে। ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়েরলিকায়া সুসজ্জিত মসজিদের ভিডিও তার টুইটারে শেয়ার করেছেন।

তিনি বলেন, এ বছর আমরা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ উচ্চারণের মধ্যদিয়ে পবিত্র রমজানকে স্বাগত জানিয়েছি। আমরা পবিত্র মাসটি পেয়ে অত্যন্ত আনন্দিত। আয়া সোফিয়া মসজিদে মিনারের আলোকসজ্জায় ইস্তাম্বুল ও আমাদের হৃদয় উভয়ই আনন্দে উচ্ছসিত। 

আয়া সোফিয়া বর্তমান যুগ শুরুর ৫৩২ বছর আগে নির্মিত হয়। মুসলমানরা ইস্তাম্বুল জয় করার পর ১৪৫৩ সালে এটিকে মসজিদে রূপান্তরিত করা হয়। এর আগে এটি ৯১৬ বছর গীর্জা হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া ৮৬ বছর এটি ছিল একটি যাদুঘর। তবে ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্তু প্রায় ৫০০ বছর আয়া সোফিয়া মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছিল। ১৯৮৫ সালে ইউনেস্কো আয়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার কথা ঘোষনা করে।

আয়া সোফিয়া তুরস্কে পর্যটকদের জন্য শীর্ষ গন্তব্য। দেশি-বিদেশী পর্যটকরা স্থানটি পরিদর্শনে আসেন। প্রায় ৮৮ বছর পর গত বছর আয়া সোফিয়ায় প্রথম তারাবিহ নামাজ আদায় করা হয়। ২০২০ সালে আয়া সোফিয়ার মসজিদের মর্যাদা পুণপ্রতিষ্ঠা করা হয়। এ বছর ২৪ জুলাই থেকে এ মসজিদ নামাজের জন্য খুলে দেয়া হয়।

এসআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়