সাজ্জাদুল ইসলাম: হামলায় ৯ জন চীনা নাগরিক নিহত হয়েছেন। দেশটির সন্দেহভাজন বিদ্রোহীরা এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তারা এ হামলার জন্য রাশিয়ার ওয়েগনার গ্রুপকে দোষারোপ করেছে। তবে তারা এর কোন প্রমাণ দিতে পারেনি। গত রোববার বন্দুকধারীরা সিআ্রএ’র চীনা পরিচালনাধীন স্বর্ণ খনিতে হামলা চালায়। এতে ৯ জন নিহত হওয়ার কথা কর্তৃপক্ষ নিশ্চিত করে। ডিডব্লিউ
নিকটবর্তী শহর বাম্বারির মেয়র আবেল মাতচিপাতা বলেন, ‘আমরা ৯টি মরদেহ ও আহত ব্যক্তিকে দেখতে পেয়েছি।’ তিনি বলেন, গোল্ড কোস্ট গ্রুপ পরিচালিত খনিতে হতাহতদের সবাই চীনা নাগরিক। চীনা দূতাবাস এক বিবৃতিতে তাদের নাগরিকদের রাজধানী বাঙ্গুই’র বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
মাতচিপাতা বলেন, ভোর ৫টার দিকে বন্দুকধারীরা চিমবোলো স্বর্ণ খনিতে হামলা চালায়। তারা প্রহরীদের কাবু করার পর সেখানে গুলি চালায়। মাত্র কয়েকদিন আগে খনিটিতে স্বর্ণ উত্তোলন কাজ শুরু হয় বলে তিনি জানান।
সিএআরএর পশ্চিমাঞ্চলে ক্যামেরুন সীমান্তের কাছ থেকে তিন জন চীনা নাগরিককে বন্দুকধারীরা অপহরণ করার কয়েকদিন খনিতে এ হামলার ঘটনা ঘটলো। ঘটনার পর চীনা বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে সিএআরএর প্রেসিডেন্ট ফস্টিন আরচেঞ্জ টাওডেরা চীন সফরের পরিকল্পনা করেন।
কোন দল এ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের আঙ্গুল দেশটি বিদ্রোহী কোয়ালিশন প্যাট্রিয়টস ফর চেঞ্জ বা সিপিসি’র দিকে। সিপিসি অঞ্চলটিতে তৎপর রয়েছে এবং সেখানে তারা মাঝে মাঝে সেনাবাহিনীর ওপর হামলা চালায়। বিদ্রোহী গ্রুপগুলোর জোট সিপিসি সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস বোজিজের সঙ্গে সম্পর্কিত। ২০১৩ সালে মুসলিম প্রধান সশস্ত্র গ্রুপগুলো তাকে ক্ষমতাচ্যুত করে।
এসআই/এসএ