শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১১:৪৫ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএআরে স্বর্ণ খনিতে হামলায় ৯ চীনা নাগরিক নিহত 

স্বর্ণ খনি

সাজ্জাদুল ইসলাম: হামলায় ৯ জন চীনা নাগরিক নিহত হয়েছেন। দেশটির সন্দেহভাজন বিদ্রোহীরা এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তারা এ হামলার জন্য রাশিয়ার ওয়েগনার গ্রুপকে দোষারোপ করেছে। তবে তারা এর কোন প্রমাণ দিতে পারেনি। গত রোববার বন্দুকধারীরা সিআ্রএ’র চীনা পরিচালনাধীন স্বর্ণ খনিতে হামলা চালায়। এতে ৯ জন নিহত হওয়ার কথা কর্তৃপক্ষ নিশ্চিত করে। ডিডব্লিউ

নিকটবর্তী শহর বাম্বারির মেয়র আবেল মাতচিপাতা বলেন, ‘আমরা ৯টি মরদেহ ও আহত ব্যক্তিকে দেখতে পেয়েছি।’ তিনি বলেন, গোল্ড কোস্ট গ্রুপ পরিচালিত খনিতে হতাহতদের সবাই চীনা নাগরিক। চীনা দূতাবাস এক বিবৃতিতে তাদের নাগরিকদের রাজধানী বাঙ্গুই’র বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
মাতচিপাতা বলেন, ভোর ৫টার দিকে বন্দুকধারীরা চিমবোলো স্বর্ণ খনিতে হামলা চালায়। তারা প্রহরীদের কাবু করার পর সেখানে গুলি চালায়। মাত্র কয়েকদিন আগে খনিটিতে স্বর্ণ উত্তোলন কাজ শুরু হয় বলে তিনি জানান।

সিএআরএর পশ্চিমাঞ্চলে ক্যামেরুন সীমান্তের কাছ থেকে তিন জন চীনা নাগরিককে বন্দুকধারীরা অপহরণ করার কয়েকদিন খনিতে এ হামলার ঘটনা ঘটলো। ঘটনার পর চীনা বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে সিএআরএর প্রেসিডেন্ট ফস্টিন আরচেঞ্জ টাওডেরা চীন সফরের পরিকল্পনা করেন।

কোন দল এ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের আঙ্গুল দেশটি বিদ্রোহী কোয়ালিশন প্যাট্রিয়টস ফর চেঞ্জ বা সিপিসি’র দিকে। সিপিসি অঞ্চলটিতে তৎপর রয়েছে এবং সেখানে তারা মাঝে মাঝে সেনাবাহিনীর ওপর হামলা চালায়। বিদ্রোহী গ্রুপগুলোর জোট সিপিসি সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস বোজিজের সঙ্গে সম্পর্কিত। ২০১৩ সালে মুসলিম প্রধান সশস্ত্র গ্রুপগুলো তাকে ক্ষমতাচ্যুত করে।

এসআই/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়