মিহিমা আফরোজ: শুক্রবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং আগামী ২০ মার্চ তিন দিনের জন্য রাশিয়ায় একটি রাষ্ট্রীয় সফর করবেন। সিএনবিসি, দ্য গার্ডিয়ান
সম্প্রতি ইউক্রেনে সংঘাত নিরসনে শান্তি প্রস্তাব দিয়েছে চীন। তবে চীনের এই প্রস্তাবের প্রশংসা পুতিন করলেও যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মেনে নেয়নি। তাই অনেকে এখন ধারণা করছেন, সংঘাত বন্ধের মধ্যস্ততা করতেই শি জিন পিং পুতিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
এই বৈঠকে শি এবং পুতিন চীন-রাশিয়ার সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, কোন বিবরণ ছাড়াই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথিতে স্বাক্ষর করা হবে । তবে এই নিয়ে এখন পর্যন্ত উভয় দেশের পক্ষ থেকেই বিস্তারিত কিছু বলা হয়নি।
এমএ/একে