জাফর খান: দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশটিতে এই পর্যন্ত ৩২৬ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঘূর্ণিঝড়ে সৃষ্ট এই বন্যা ও ভূমিধসের ফলে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ত্রাণ সহায়তা দেওয়ার ক্ষমতা খুব সীমিত। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের কবলে পড়েছি আমরা। এরইমধ্যে ১৩ মাসে ৩টি ঘূর্ণিঝড়ের কবলে দেশটি পড়েছে। আফ্রিকা নিউজ/ আল-জাজিরা/ ব্যংকক পোস্ট
বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রেসিডেন্ট আল-জাজিরাকে বলেন, আমাদের অনতিবিলম্বে সাহায্য দরকার।
এসময় চাকভেরা দেশটির বাণিজ্যিক রাজধানী ব্লান্টায়ারের একটি আশ্রয় শিবিরে পরিদর্শনের সময় বলেন, উদ্ধারকাজের জন্য হেলিকপ্টার দরকার, যাতে আমরা কিছু খাদ্যদ্রব্য পৌঁছে দিতে পারি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করতে পারি।
মালাউই এবং তার প্রতিবেশী মোজাম্বিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ফ্রেডি দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার উপকূলে আঘাত হানে। গত ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলজুড়ে ঝড়ের কারণে মৃত্যুর সংখ্যা ৪০০-তে পৌছেছে।
মালাউইয়েতে ১৪ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থদের জন্য প্রেসিডেন্ট দেড় মিলিয়ন ডলার ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন।
জেকে/একে