শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৩, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড়ে মালাবি ও মোজাম্বিকে শতাধিক নিহত

ঝড় ফ্রেডির আঘাত

সাজ্জাদুল ইসলাম: গ্রীষ্মমন্ডলীয় ঝড় ফ্রেডির আঘাতে আফ্রিকার এ দু’দেশে শতাধিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক’শ। ঝড় তার চলার পথে দেশ দুটিতে ধ্বংসাত্মক তান্ডবের চিহ্ন ফেলে রেখে গেছে। একমাসের মধ্যে দ্বিতীয়বার সেখানে এ ঝড় আঘাত হানে। দ্য গার্ডিয়ান, রয়টার্স

বিশ্ব আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ফ্রেডি হলো দক্ষিণ গোলার্ধের সবচাইতে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি। এটি সম্ভবত অঞ্চলটিতে সবচাইতে দীর্ঘ সময় ধরে আঘাতহানা একটি ঝড়।

শনিবাব মোজাম্বিকের মধ্যাঞ্চলে ঝড়টি প্রচন্ড বেগে বাড়িঘরের চাল উড়ে যায় এবং কুয়েলিমানে বন্দরের আশপাশে ব্যাপক বন্যা দেখা দেয়। দেশটিতে অন্তত ১০ জন নিহত হয়। এরপর ঝড়টি মালাবি দ্বীপের দিকে অগ্রসর হয়। ঝড়ের প্রভাবে দেশটিতে ব্যাপক বৃষ্টিপাতে ভূমিধসের সৃষ্টি হয়।

মালাবির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দপ্তরের কমিশনার চার্লস কালেম্বা বলেন, ঝড়ে তার দেশে ৯৯ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কেবল প্রধান বানিজ্য কেন্দ্র ব্লান্টাইরেতে মারা গেছেন ৮৫ জন। 

গত মাসে ফ্রেডি প্রথম আঘাত হানে। তাতে মোজাম্বিক, মালাবি ও মাদাগাস্কারে। এতে নিহতের এখন দাড়িয়েছে ১৩৬ জন । ডক্টর্স ইউদাউট বর্ডার্স এর কান্ট্রি পরিচালক ম্যারিয়ন পেচাইরে বলেন, ব্লান্টাইরের কেন্দ্রীয় হাসপাতালে অন্তত ৬০টি মরদেহ নেয়া হয়েছে। এ ছাড়া সেখানে দু’শরও বেশি আহত লোককে চিকিৎসা করা হচ্ছে। গাছ পড়ে, ভূমিধস ও আকস্মিক বন্যার কারণে লোকেরা আহত হয়েছেন। মাটির দেয়াল দেয়া টিনের চালের অনেক ঘর পড়েও অনেকে হতাহত হয়েছেন। পুলিশের একজন মুখপাত্র বলেন, উদ্ধার কর্মীরা মালাবির দ্বিতীয় বৃহত্তম নগরী  ব্লান্টাইরের সবচেয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত দু’অঞ্চল চিলোবউ ও এনদিরান্দেতে উদ্ধার কাজ করছেন। সেখানে এখনো বৃষ্টি হচ্ছে। নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তুপের নীচে আটকা পড়েছে বলে অশংকা করা হচ্ছে।

মালাবির জাতীয় বিদ্যুৎ কোম্পানি ইজেনকো জানায়, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অস্থিতিশীল হয়ে পড়েছে। সোমবার দু’দফা বড় বড় সব জলবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। মালাবির ইতিহাসে সবচেয়ে মারাত্মক কলেরা দেখা দিয়েছে। জাতিসংঘ সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে, পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে।

মোজাম্বিকের উপদ্রুত কয়েকটি অঞ্চরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ফোনের সিগনাল পাওয়া যাচ্ছে না। এতে হতাহত ও ক্ষয়্ক্ষতির সঠিক হিসাব স্পষ্ট জানা সম্ভব হয়নি। মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশে ঝড়ে অন্তত ১০ জন মারা গেছে। গত চার সপ্তাহে যে পরিমান বৃষ্টিপাত হয় তা ছিল সারা বছরের মোট বৃষ্টিপাতের চেয়েও বেশি।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়