সাজ্জাদুল ইসলাম: আফ্রিকান দেশ মৌরিতানিয়ায় জেল ভেঙ্গে কয়েকজন দণ্ডপ্রাপ্ত কয়েদি পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এতে সংঘর্ষে তিন কয়েদি ও ২ রক্ষী নিহত হয়েছে। গত শনিবার সরকারী কর্মকর্তারা একথা জানিয়েছেন। টিআরটি ওয়ার্ল্ড
তারা বলেন, শুক্রবার শুরু অভিযানে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন এবং চতুর্থ কয়েদীকে আটক করা হয়েছে। কয়েকদিন আগে রাজধানী নোয়াকচোটের এক কারাগার থেকে জেল ভেঙ্গে ৪ জন কয়েদি পালিয়ে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেল ভাঙ্গার ঘটনায় ২ জন রক্ষী নিহত ও অপর ২ জন আহত হয়। সংঘাতপূর্ণ সাহেল অঞ্চলের পাশে অবস্থিত ৪৫ লাখ মানুষের দেশটিতে এমন ঘটনা তেমন একটা দেখা যায় না।
সামরিক কর্মকর্তারা জানান, পলাতক চার কয়েদির মধ্যে ২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অন্য ২ জন রায়ের অপেক্ষায় ছিল। সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার কারণে তাদের এ বিচার চলছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, পলাতকদের মধ্যে সালেক আউলদ শেখও ছিলেন। মৌরিতানিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ আউলদ আব্দুল আজিককে হত্যার চক্রান্ত করার দায়ে তাকে ২০১১ সালে মৃত্যুদণ্ড দেয়া হয়। এর আগে ২০১৫ সালে আউলদ শেখ জেল থেকে পালিয়ে গিয়েছিলেন। তিন সপ্তাহ পলাতক থাকার পর তাকে গিনি বিসাউ থেকে গ্রেপ্তার করে দেশে আনা হয়। নিহত কয়েদিদের কিংম্বা আটক চতুর্থ কয়েদির মধ্যে তিনি আছেন কিনা তা স্পষ্ট নয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি ২০০৫ সালে দেশের উত্তরাঞ্চলে সেনাদের ওপর এক হামলায় জড়িত ছিলেন। নিরাপত্তা বাহিনী নোয়াকচোটের বাইরে পলাতক কয়েদিদের গাড়ীতে অভিযান চালালে সংর্ঘের ঘটনা ঘটে।
এসআই/একে