শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৩, ০১:০৪ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৩, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে 

বোলা তিনুবুকে জয়ী ঘোষণা, ফল বাতিল দাবি বিরোধী দলের

সাজ্জাদুল ইসলাম: ‘আধুনিক লাগোস এর জনক’ বলে দীর্ঘদিন ধরে পরিচিত রাজনীতিবিদ বোলা তিনুবুকে দেশটির তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষনা করা হয়েছে। তিনি বিদায়ী প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির স্থলাভিষিক্ত হবেন। স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন (ইএনইসি) এর চেয়ারম্যান মাহমুদ ইয়াকুবু বুধবার বলেন যে, আইনের আলোকে উপযুক্ত হওয়ায় তিনুবুকে বিজয়ী ঘোষনা করা হলো।

তিনুবু ৮৮ লাখ ভোট পেয়ে তার সাবেক সহযোগী থেকে প্রতিদ্বন্দ্বীতে পরিণত আতিকু আবুবকরকে পরাজিত করেছেন। আতিকু পেয়েছেন ৬৯ লাখ ভোট। আর অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেটার ওবি পেয়েছেন ৬১ লাখ ভোট। ফলাফল ঘোষনাকে বিরোধী তিনটি দল বাতিল করার দাবি জানিয়ে একে নির্বাচনের জন্য ‘লজ্জা’ বলে অভিহিত করেছে।

লাগোসের দু’মেয়াদের সাবেক গভর্নর তিনুবুকে আধুনিক নাইজেরিয়ার ইতিহাসের সবচাইতে প্রভাবশালী রাজনৈতিক গডফাদার বলে মনে করা হয়। তিনি তার নিজ রাজ্য লাগোসে ওবির কাছে পরাজিত হলেও চুড়ান্ত পর্যায়ে বিজয়ী হয়ে ১৯৯৯ সালে গণতন্ত্র ফিরে আসার পর দেশের ৫ম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
  
১৯৯২ সালে লাগোসের সিনেটর নির্বাচিত হওয়ার পর তিনুবুর খ্যাতির সূচনা হয়। এক বছর পর সামরিক সরকার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল ঘোষনা করলে তিনি রাজনীতিবিদদের জোট ও সুশিল সমাজের সাথে মিলে নতুন নির্বাচন দাবি জানান।

তিনি মুহাম্মাদু বুহারির কংগ্রেস ফর প্রগ্রেসিভ চেঞ্জ (সিপিসি) এর সাথে মিলে অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি) গঠন করেন। এ দলটি ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জনাথনকে পরাজিত করে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে, তিনুবু নিজে প্রেসিডেন্ট হওয়ার দাবি জানিয়ে প্রচেষ্টা শুরু করলে এটি হওয়া তার জন্য নিছক সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, ‘ইমি লোকান’ (ইয়োরুবু ভাষায় এর অর্থ হলো, ‘এবার আমার পালা’) তার নির্বাচনী প্রচারণার শ্লোগান ছিল একথা। 

মঙ্গলবার সকালে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি), লেবার পার্টি(এলপি) ও আফ্রিকান ডেমোক্র্যাটিক কংগ্রেস(সিডিসি) এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ফলাফল বাতিল করার দাবি জানায়। তারা বলে যে, এ নির্বাচন একটি ‘লজ্জা’। ভোটের ফলাফল সংগ্রহ করা হয়নি, বরাদ্দ করা হয়েছে।

এসআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়