শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০২ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্ণাঙ্গ ফল জানতে কয়েকদিন সময় লাগবে

কে হচ্ছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট ?

সাজ্জাদুল ইসলাম: নাইজেরিয়া গত রোববার ও শনিবার অনুষ্টিত জাতীয় নির্বাচনের কিছু আগাম ফলাফল ঘোষনা করেছে। একিকি রাজ্যের ফলাফলে প্রেসিডেন্ট প্রার্থী বোলা তিনুবু এগিয়ে আছেন। তিনি ক্ষমতাসীন অল প্রগ্রেসিভ কংগ্রেসের প্রার্থী। বিরোধী দল পিপলস ডেমোক্রাটিক পার্টির প্রার্থী অতিকা আবুবকরের চেয়ে তিনি  ২লাখ ভোটে এবং অপর প্রার্থী পেটার ওবির চেয়ে ১১হাজার ভোটে এগিয়ে আছেন। আল-জাজিরা, টিআরটি

স্বাধীন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহমুদ ইয়াকুবু সোমবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে প্রাপ্ত ফলাফল ঘোষনা শুরু হবে। তবে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির স্থলে কে প্রেসিডেন্ট হচ্ছেন তা জানতে আরও কয়েক দিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিম আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। তবে কয়েকটি ভোট কেন্দ্র তছনছ করা হয়। কোথায়ও কোথায়ও নির্বাচনে ভোটগ্রহণ বিলম্বে শুরু হয়। নাইজেরিয়ার ৯ কোটি মানুষ ভোটার। তারা আশা করছে যে, নতুন প্রেসিডেন্ট দেশের নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক দুরবস্থা ও ক্রমবর্ধমান দাবিদ্র নিরসনে ভালভাবে কাজ করতে সক্ষম হবেন। দেশটির ৩৬টি রাজ্য নির্বাচনের ফলাফল সংগ্রহ করবে। তারা তা রাজধানী আবুজায় নির্বাচন কমিশন সদরদপ্তরে পাঠাবে।

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন পর ভোট গণনা শুরু হয়। প্রত্যেক রাজ্য ফলাফল প্রাপ্তির পর নির্বাচন কমিশন তা প্রদর্শন করছে।  নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহমুদ ইয়াকুবু রোববার বলেন যে রাজ্যগুলো থেকে ফলাফল রাজধানী আবুজায় তার দপ্তরে পৌঁছা মাত্র তা ঘোাষনা করা হবে। তিনি ফলাফল সংগ্রহের প্রক্রিয়ার ব্যাখ্যা করে বলেন যে, রাজনৈতিক দলগুলোর এজেন্টদের সমর্থন সাপেক্ষে রাজ্য থেকে রিটানির্ং কর্মকর্তাদের অনুমোদিত ফলাফল আসার তার অনুলিপি স্ক্রিনে প্রদর্শন করা হবে। 

ইয়াকুবু অনানুমোদিত ফল প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। নির্বাচন কমিশন জানায়, রাজ্য থেকে জাতীয় পার্লামেন্ট অর্থাৎ সিনেট ও প্রতিনিধি পরিষদের ফলাফল ঘোষনা করা হবে। 

এসআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়