শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩০ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুত্বপূর্ণ স্থাপনা হতে চীনা নজরদারী ক্যামেরা সরাবে অস্ট্রেলিয়া সরকার

চীনা নজরদারী ক্যামেরা

জাফর খান: জাতীয় নিরাপত্তার হুমকির কথা ভেবে প্রতিরক্ষা বিভাগ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে অষ্ট্রেলিয়া সরকার চীনের প্রস্তততকৃত সকল ধরনের নজরদারি বা পর্যবেক্ষণ ক্যমেরাগুলো অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি

চীনের হিকভিশন ও দাহুয়া কোম্পানির তৈরি প্রায় ৯০০টি নজরদারি ক্যামেরা অষ্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি গুরত্বপূর্ণ স্থাপনায় লাগানো আছে। দেশটির প্রতিরক্ষা বিভাগ, পররাষ্ট্রমন্ত্রণালয়, এটর্নি জেনারেলের দপ্তর সহ গুরত্বপূর্ণ স্থাপনাগুলোয় এতদিন ধরে ব্যবহার হয়ে আসছিল এসব ক্যামেরা। প্রায় বিভিন্ন দপ্তর মিলে ২০০টি ভবনে এগুলোর উপস্থিতি রয়েছে। কিন্ত দেশটির সরকার ভাবছে এগুলো নিয়ন্ত্রণ চীনা কর্তৃপক্ষের কাছে যদি থেকে যায় তবে তারা সহজেই এসব গুরত্বপূর্ণ দপ্তরের উপর গোপন নজরদারি করতে পারে। আর এই শংকা থেকেই দেশটির সরকার ক্যামেরাগুলো সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর একই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকার। 

অষ্ট্রেলিয়া সরকারের প্রতিরক্ষা ও উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৃহষ্পতিবার জানান, সরকার এসব ক্যামেরাগুলো চিহ্নিত করে যেকোনো প্রতিরক্ষা বিভাগের অধীনের অফিস থেকে অপসারণ করবে যাতে করে আমাদের নিরাপত্তা সম্পূর্ণরুপে নিশ্চিত করা যায়। এটা আমাদের কাছে তাৎপুর্যপূর্ণ  যে দেরিতে এই বিষয়টি আমাদের  নজরে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়