শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩৬ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাবা আমি ভাল আছি!’

শিশু উদ্ধার

সাজ্জাদুল ইসলাম: সিরিয়ায় ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ভেঙ্গে পড়া ছয়তলা ভবনের ধ্বংসস্তুুপের নীচ থেকে উদ্ধারের পর পাঁচ বছরের শিশু তার বাবাকে আবেগ আপ্লুত কন্ঠে বললো ‘বাবা আমি ভাল আছি!’ শিশু ধ্বংসস্তুপের নীচে সাত ঘন্টা আটকা থাকার পর উদ্ধার কর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। ডেইলি মেইল।

কাহরামানমারাস অঞ্চলে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপের ভেতর থেকে সোমবার আয়সে কুবরা গানিস নামের মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর পরিবারের সদস্যদের সাথে মেয়েটিও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে।

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া অবস্থায় পিতাকে মেয়েটির ‘বাবা আমি ভাল আছি’ বলার এক গভীর হৃদয়স্পর্শী অবস্থার সৃষ্টি হয়।

কাহরামানমারাস অঞ্চলের মধ্যাঞ্চলের পাজারসিক জেলার একটি ছয়তলা  ভবনের বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপের ভেতর ছোট্ট মেয়ে আয়সে কুবরা গানিস আটকা পড়ে। সে নড়াচড়া করতে পারছিল না। তার পরিবারের অন্য সদস্যদের তাড়াতাড়ি উদ্ধার করা গেলে তার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। সে ধ্বংসস্তুপের নীচে কঠিন অবস্থায় সাত ঘন্টা আটকে থাকে।

এক আবেগঘন ভিডিওতে দেখা যায় যে, ছোট্ট মেয়েটি নি:শব্দে কাঁদছে। এ সময় উদ্ধারকর্মীরা তাকে বিধ্বস্ত ভবনটি থেকে বের করে আনার উপায় বের করার জন্য অক্লান্ত চেষ্টা করছিলেন। সম্পাদনা: রাশিদ

এসআই/আরআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়