শিরোনাম
◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০৩ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি অনুমোদনে তুরস্ককে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

জো বাইডেন-এরদোগান

ইমরুল শাহেদ: তুরস্ক যদি এফ-১৬ যুদ্ধবিমানগুলোর আধুনিকায়ন চায় তাহলে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে অন্তর্ভুক্তির বিরোধিতা থেকে আঙ্কারাকে সরে যেতেই হবে। পবিত্র কুরআন অবমাননাকে কেন্দ্র করে তুরস্ক যখন ন্যাটো জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে তখন মার্কিন সিনেটররা আঙ্কারার প্রতি এইস হুঁশিয়ারি উচ্চারণ করলেন। পার্সটুডে

যুক্তরাষ্ট্রের বড় দুই দলের সিনেটররা বৃহস্পতিবার অভিন্ন অবস্থান গ্রহণ করে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন যেন তার তুর্কি সমকক্ষ রজব তাইয়্যেব এরদোগানকে একথা স্পষ্ট করে জানিয়ে দেন, আঙ্কারা যদি দু’টি ইউরোপীয় দেশের ন্যাটো জোটে অন্তর্ভুক্তির বিরোধিতা করে তাহলে তুরস্কের এফ-১৬ জঙ্গিবিমানগুলোর আধুনিকায়নের বিল আটকে দেবে কংগ্রেস।

এর আগে প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন, তিনি ন্যাটোতে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির অনুরোধের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। কিন্তু পবিত্র কুরআন অবমাননার কারণে সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করছেন।

বৃহস্পতিবার সিনেটের ন্যাটো পর্যবেক্ষক গ্রুপের কো-চেয়ারম্যান সিনেটর জিনি শাহিন ও সিনেটর থম টিলিস ২৫ জন মার্কিন সিনেটরের পক্ষ থেকে প্রেসিডেন্ট বাইডেনের কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়েছে, তুরস্ক যদি দু’টি দেশের ন্যাটোতে অন্তর্ভুক্তির বিরোধিতা করে তাহলে এফ-১৬ যুদ্ধবিমানসহ অন্যান্য ক্ষেত্রে তুরস্ক কংগ্রেসের সমর্থন পাবে না। তুরস্ককে হয় এখনই ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি অনুমোদন করতে হবে অথবা সেজন্য একটি সময়সীমা মেনে নিতে হবে। 
সিনেটরদের চিঠিতে তাদের ভাষায় বলা হয়েছে, রাশিয়া যখন বিনা উস্কানিতে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তখন ন্যাটোর সম্প্রসারণ অতি জরুরি যা আঙ্কারাকে উপলব্ধি করতে হবে।

তুরস্ক ও হাঙ্গেরি ৩০ সদস্যবিশিষ্ট মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের অন্তর্ভুক্তি এখনো অনুমোদন করেনি। আইন অনুযায়ী, ন্যাটোতে নতুন সদস্য নিতে হলে সবগুলো সদস্যদেশের অনুমতি নিতে হয়।

সুইডেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডের উগ্র ডান-পন্থি রাজনীতিবিদরা গত সপ্তাহে নিজ নিজ দেশে পবিত্র কুরআনের কপিতে আগুন দিয়েছে। সারাবিশ্বের মুসলিম দেশগুলোর নাগরিকরা ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কুরআন অবমাননার নিন্দা জানিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়