শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৬ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে আরো ২ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

অস্ত্র সরবরাহ

ইমরুল শাহেদ: ইউক্রেনকে আরো দুই বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর মধ্যে অন্যান্য অস্ত্রসহ দূরপাল্লার রকেটও থাকবে। আল-জাজিরা

বুধবার (২ ফেব্রুয়ারি) উক্ত কর্মকর্তা বলেছেন, এই সপ্তাহেই সহায়তার বিষয়টি ঘোষণা দিতে হতে পারে। এর সঙ্গে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও থাকতে পারে। এছাড়া থাকবে প্রিসেশন গাইডেড অস্ত্র ও ট্যাংক ধ্বংসের অস্ত্র জাবেলিনও।

কর্মকর্তাদের একজন বলেছেন, এই প্যাকেজের  ১.৭২৫ বিলিয়ন ডলার আসবে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়াটিভ (ইউএসএআই) থেকে। এই অর্থের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন অস্ত্রাগারে হাত না দিয়ে বাইরে থেকে অস্ত্র কিনতে পারবেন। 

এই তহবিলের অর্থ দিয়ে তিনি ইউক্রেনের জন্য গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বম্ব (জিএলএসডিবি) কিনতে পারেন। এই বোমের রেঞ্জ হলো ১৫০ কিলোমিটার (৯৪ মাইল)। কিন্তু ইউক্রেনের চাওয়া অনুসারে ৩০০ কিলোমিটার রেঞ্জের এটিএসিএমএস ক্ষেপনাস্ত্র দিতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। 

জিএলএসডিবি গাইড বোমার দীর্ঘ পরিসর ইউক্রেনকে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে, যা ইউক্রেনের নাগালের বাইরে ছিল এবং রাশিয়াকে তার লাইনের পিছনে বাধা দিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে যেতে সহায়তা করবে।

সহায়তা প্যাকেজে চিকিৎসা সামগ্রীও রয়েছে। এই সরঞ্জাম দিয়ে তিনটি হাসপাতাল গড়ে তোলা যাবে। সহায়তাটা দিচ্ছে আরেক মিত্র। তবে এসব ব্যাপারে কোনো মন্তব্য করেনি। প্রেসিডেন্ট স্বাক্ষর না করা প্যাকেজে পরিবর্তন আনা যাবে।

ইউএসএআই তহবিল ছাড়া এই প্যাকেজে ৪০০ মিলিয়ন ডলার যুক্ত হবে প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি তহবিল থেকে। প্রেসিডেন্ট জরুরি ভিত্তিতে এই তহবিল থেকে অর্থ গ্রহণ করতে পারেন। 

আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়