শিরোনাম
◈ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন, স্বৈরাচার পতন দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান ◈ মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা, আহত এক ◈ জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করে হবে আসন ভাগাভাগি: আমু ◈ ৩৩ ওসির বদলির তালিকা নির্বাচন কমিশনে, ডিএমপিতে রাখার প্রস্তাব ◈ সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত ◈ জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা দুলু ◈ ইসির নিবন্ধন পাচ্ছে আরো ২৯ পর্যবেক্ষক সংস্থা ◈ সৌদি বিনিয়োগ বিষয়ক উপ-মন্ত্রীসহ ৩১ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় ◈ দলীয় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে ইসির শাস্তি মেনে নেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের    ◈ আদালত-বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে আইজিপি ও ডিএমপি কমিশনারকে চিঠি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৬ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে আরো ২ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

অস্ত্র সরবরাহ

ইমরুল শাহেদ: ইউক্রেনকে আরো দুই বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর মধ্যে অন্যান্য অস্ত্রসহ দূরপাল্লার রকেটও থাকবে। আল-জাজিরা

বুধবার (২ ফেব্রুয়ারি) উক্ত কর্মকর্তা বলেছেন, এই সপ্তাহেই সহায়তার বিষয়টি ঘোষণা দিতে হতে পারে। এর সঙ্গে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও থাকতে পারে। এছাড়া থাকবে প্রিসেশন গাইডেড অস্ত্র ও ট্যাংক ধ্বংসের অস্ত্র জাবেলিনও।

কর্মকর্তাদের একজন বলেছেন, এই প্যাকেজের  ১.৭২৫ বিলিয়ন ডলার আসবে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়াটিভ (ইউএসএআই) থেকে। এই অর্থের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন অস্ত্রাগারে হাত না দিয়ে বাইরে থেকে অস্ত্র কিনতে পারবেন। 

এই তহবিলের অর্থ দিয়ে তিনি ইউক্রেনের জন্য গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বম্ব (জিএলএসডিবি) কিনতে পারেন। এই বোমের রেঞ্জ হলো ১৫০ কিলোমিটার (৯৪ মাইল)। কিন্তু ইউক্রেনের চাওয়া অনুসারে ৩০০ কিলোমিটার রেঞ্জের এটিএসিএমএস ক্ষেপনাস্ত্র দিতে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। 

জিএলএসডিবি গাইড বোমার দীর্ঘ পরিসর ইউক্রেনকে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে, যা ইউক্রেনের নাগালের বাইরে ছিল এবং রাশিয়াকে তার লাইনের পিছনে বাধা দিয়ে পাল্টা আক্রমণ চালিয়ে যেতে সহায়তা করবে।

সহায়তা প্যাকেজে চিকিৎসা সামগ্রীও রয়েছে। এই সরঞ্জাম দিয়ে তিনটি হাসপাতাল গড়ে তোলা যাবে। সহায়তাটা দিচ্ছে আরেক মিত্র। তবে এসব ব্যাপারে কোনো মন্তব্য করেনি। প্রেসিডেন্ট স্বাক্ষর না করা প্যাকেজে পরিবর্তন আনা যাবে।

ইউএসএআই তহবিল ছাড়া এই প্যাকেজে ৪০০ মিলিয়ন ডলার যুক্ত হবে প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি তহবিল থেকে। প্রেসিডেন্ট জরুরি ভিত্তিতে এই তহবিল থেকে অর্থ গ্রহণ করতে পারেন। 

আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়