শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৩, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৩, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিন্দু মন্দিরে হামলার অভিযোগ অস্ট্রেলিয়ায়, দেওয়ালে মোদির বিরুদ্ধে স্লোগান, কাঠগড়ায় কারা?

রাশিদুল ইসলাম: হিন্দু মন্দিরে হামলার অভিযোগ উঠল অস্ট্রেলিয়ায় । সে মেলবোর্ন শহরের বিএপিএস স্বামীনারয়ায়ণ মন্দিরে বুধবার কিছু দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে। দি ওয়াল

কী ধরনের ঘটনা ঘটেছে?

জানা গিয়েছে, মন্দিরের সামনে গিয়ে একদল যুবক চিৎকার চেঁচামেচি শুরু করে। তারপর স্প্রে দিয়ে দেওয়ালে বিভিন্ন রকমের স্লোগান লেখা হয়। তারমধ্যে অন্যতম ‘হিন্দুস্তান মুর্দাবাদ।’ তাছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কেও একাধিক আগ্রাসী স্লোগান লেখা হয় মন্দিরের দেওয়ালে।
কারা করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, খালিস্তানপন্থীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করার খবর মেলেনি।

মেলবোর্নের উত্তরপ্রান্তে মিলি পার্ক এলাকায় এই মন্দিরটি অবস্থিত। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের হিন্দু কাউন্সিলের মুখপাত্র মাকরান্দ ভগবত বলেছেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। মন্দিরে বহু মানুষ প্রার্থনার জন্য আসেন। আমরা আবেদন করব সবাই যাতে শান্তি বজায় রাখেন। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাও স্থানীয় প্রশাসনের দেখা উচিত।’ 

অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সাংসদ এভান মুলহোল্যান্ড বলেছেন, ‘কোনও ধর্মীয় স্থানে এই ধরনের হামলা বরদাস্ত করা যায় না। আশা করব মেলবোর্ন পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং দোষীদের খুঁজে বের করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়