শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:৫০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি

ইমরুল শাহেদ: ইউক্রেন আক্রমণের ২৬০ দিন পূর্ণ হওয়ার দুই দিন আগে রুশ বাহিনী খেরসন ত্যাগ করে। এটিই ছিল দেশটির একমাত্র প্রাদেশিক রাজধানী, যা রুশ বাহিনী দখল করে নিয়েছিল। খেরসনকে রাশিয়াভুক্ত করে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খেরসন এখন মুক্ত এবং খুব শিগগিরই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খেরসন সফরে যাবেন। টইম অনলাইন 

জেলেনস্কি ইউক্রেনকে নেতৃত্ব দিচ্ছেন। গত ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে দেশটি। ইউক্রেনের দৃঢ়চেতা এই নেতাকে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত হয়েছেন। এই সপ্তাহের শুরুতে তিনি দশজনের একটি সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।

জেলনস্কি শুরু থেকে রাশিয়ার হামলা বন্ধ ও ইউক্রেনকে রক্ষায় সর্বদা নিয়োজিত। রুশ হামলার পর থেকেই বিশ্বমঞ্চে নেতা হয়ে উঠেছেন তিনি। তার নেতৃত্বে ইউক্রেন রাশিয়ার বিপক্ষে অনেক স্থানে জয় পেয়েছে ও হারানো ভূমি পুনরুদ্ধার করেছে। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সবরকমের সহযোগিতা করছে।

সম্প্রতি রাশিয়ার জ্বালানি তেল রফতানি ইস্যুতে পশ্চিমা মিত্রদের দ্বারা নির্ধারিত মূল্যসীমার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এ পশ্চিমা পদক্ষেপকে দূর্বল বলে অভিহিত করেছেন।

শুক্রবার অনুমোদিত ওই নির্ধারিত মূল্যসীমার লক্ষ্য সমুদ্রবাহিত রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেলের প্রতি ব্যারেলের জন্য ৬০ মার্কিন ডলার অর্থ প্রদান করা। রুশ খনিজ তেল ক্রয়ের জন্য ওই দেশগুলো এখন থেকে এর চেয়ে বেশি অর্থ দেবে না।

আইএস/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়