শিরোনাম
◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:৫০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি

ইমরুল শাহেদ: ইউক্রেন আক্রমণের ২৬০ দিন পূর্ণ হওয়ার দুই দিন আগে রুশ বাহিনী খেরসন ত্যাগ করে। এটিই ছিল দেশটির একমাত্র প্রাদেশিক রাজধানী, যা রুশ বাহিনী দখল করে নিয়েছিল। খেরসনকে রাশিয়াভুক্ত করে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খেরসন এখন মুক্ত এবং খুব শিগগিরই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খেরসন সফরে যাবেন। টইম অনলাইন 

জেলেনস্কি ইউক্রেনকে নেতৃত্ব দিচ্ছেন। গত ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে দেশটি। ইউক্রেনের দৃঢ়চেতা এই নেতাকে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত হয়েছেন। এই সপ্তাহের শুরুতে তিনি দশজনের একটি সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।

জেলনস্কি শুরু থেকে রাশিয়ার হামলা বন্ধ ও ইউক্রেনকে রক্ষায় সর্বদা নিয়োজিত। রুশ হামলার পর থেকেই বিশ্বমঞ্চে নেতা হয়ে উঠেছেন তিনি। তার নেতৃত্বে ইউক্রেন রাশিয়ার বিপক্ষে অনেক স্থানে জয় পেয়েছে ও হারানো ভূমি পুনরুদ্ধার করেছে। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সবরকমের সহযোগিতা করছে।

সম্প্রতি রাশিয়ার জ্বালানি তেল রফতানি ইস্যুতে পশ্চিমা মিত্রদের দ্বারা নির্ধারিত মূল্যসীমার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এ পশ্চিমা পদক্ষেপকে দূর্বল বলে অভিহিত করেছেন।

শুক্রবার অনুমোদিত ওই নির্ধারিত মূল্যসীমার লক্ষ্য সমুদ্রবাহিত রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেলের প্রতি ব্যারেলের জন্য ৬০ মার্কিন ডলার অর্থ প্রদান করা। রুশ খনিজ তেল ক্রয়ের জন্য ওই দেশগুলো এখন থেকে এর চেয়ে বেশি অর্থ দেবে না।

আইএস/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়