শিরোনাম
◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ ◈ নির্বাচনী জনসংযোগে টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৮:২৩ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিশংসনের হুমকির সম্মুখীন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট 

সিরিল রামাফোসা

মিহিমা আফরোজ: ২০২০ সালের ‘ফার্মগেট’ কেলেঙ্কারির কারণে অভিশংসনের হুমকির সম্মুখীন হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।  ২০১৭ সাল থেকে সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার পেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরির বিষয় ধামাচাপা দেওয়ার যে অভিযোগ রয়েছে সেটিই ফার্মগেট কেলেঙ্কারি নামে পরিচিত। এ ছাড়া তার বিরুদ্ধে নানারকম অপহরণ ও ঘুষের অভিযোগও রয়েছে। বিবিসি

আর্থার ফ্রেজার তার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, রামাফোসা অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে টাকা কামিয়েছেন। শুধু তাই নয়, তিনি চোরদের ঘুষও দিয়েছেন। আর্থার ফ্রেজার দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। 

গত বুধবার (৩০ নভেম্বর) একটি স্বাধীন সংসদীয় প্যানেলের ফাঁস হওয়া প্রতিবেদন থেকে জানা যায়, রামাফোসা তার পদের অপব্যবহার করেছেন এবং দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘন করেছেন। তবে তার বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করেছেন রামাফোসা। 

২০২৪ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। সেই নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পক্ষ থেকে রামাফোসা দ্বিতীয় মেয়াদে প্রার্থী হতে পারবেন কি না, সে ব্যাপারে আগামী মাসে অনুষ্ঠিত কংগ্রেসে সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে জানা গেছে। এই মুহূর্তে রামাফোসার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন ও 

অভিশংসন তার জন্য বিশেষভাবে ক্ষতি ডেকে আনবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 

প্যানেলের তদন্ত প্রতিবেদন সংসদে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনের ফলাফল পরীক্ষা করে আগামী সপ্তাহে অভিশংসন প্রক্রিয়া শুরু করা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে সংসদ। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়