শিরোনাম
◈ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতালেন অরিজিৎ সিং ◈ মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ◈ শনিবার আওয়ামী লীগের যৌথ সভা  ◈ আইনের শাসন না থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল ◈ বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা ◈ সরকার নির্ধারিত দামেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর ◈ কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করে: তথ্যমন্ত্রী ◈ শনিবার মোহামেডানের জার্সিতে মাঠে নামবে সাকিব ◈ রুচি পরিবর্তনে মামুনুর রশীদ কী কাজ করেছেন? : হিরো আলম ◈ সারা দেশের জেলা ও মহানগরে বিএনপির অবস্থান কর্মসূচি শনিবার

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৮:২৩ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিশংসনের হুমকির সম্মুখীন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট 

সিরিল রামাফোসা

মিহিমা আফরোজ: ২০২০ সালের ‘ফার্মগেট’ কেলেঙ্কারির কারণে অভিশংসনের হুমকির সম্মুখীন হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।  ২০১৭ সাল থেকে সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার পেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরির বিষয় ধামাচাপা দেওয়ার যে অভিযোগ রয়েছে সেটিই ফার্মগেট কেলেঙ্কারি নামে পরিচিত। এ ছাড়া তার বিরুদ্ধে নানারকম অপহরণ ও ঘুষের অভিযোগও রয়েছে। বিবিসি

আর্থার ফ্রেজার তার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, রামাফোসা অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে টাকা কামিয়েছেন। শুধু তাই নয়, তিনি চোরদের ঘুষও দিয়েছেন। আর্থার ফ্রেজার দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। 

গত বুধবার (৩০ নভেম্বর) একটি স্বাধীন সংসদীয় প্যানেলের ফাঁস হওয়া প্রতিবেদন থেকে জানা যায়, রামাফোসা তার পদের অপব্যবহার করেছেন এবং দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘন করেছেন। তবে তার বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করেছেন রামাফোসা। 

২০২৪ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। সেই নির্বাচনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পক্ষ থেকে রামাফোসা দ্বিতীয় মেয়াদে প্রার্থী হতে পারবেন কি না, সে ব্যাপারে আগামী মাসে অনুষ্ঠিত কংগ্রেসে সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে জানা গেছে। এই মুহূর্তে রামাফোসার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন ও 

অভিশংসন তার জন্য বিশেষভাবে ক্ষতি ডেকে আনবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 

প্যানেলের তদন্ত প্রতিবেদন সংসদে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনের ফলাফল পরীক্ষা করে আগামী সপ্তাহে অভিশংসন প্রক্রিয়া শুরু করা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে সংসদ। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়