শিরোনাম
◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেলে রাশিয়ার কাছে ৩০-৪০ শতাংশ ছাড় চাইলো পাকিস্তান

ইমরুল শাহেদ: পাকিস্তানের প্রস্তাবিত এই ছাড় দিতে অস্বীকার করেছে রাশিয়া। এই ব্যাপারে রাশিয়া বলেছে, এখনই তা নিয়ে আলোচনা সম্ভব নয়। কারণ যে পরিমাণ মজুদ আছে, তার জন্য অঙ্গীকার করা আছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দি নিউজ। জিওটিভি

এ বিষয়ে মস্কো আলোচনায় পাকিস্তানের প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন পেট্রোলিয়ামের প্রতিমন্ত্রী মুসাদিক মালিক, যুগ্মসচিব ও মস্কোয় পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। কোনো আশা উদ্দীপক আশ্বাস ছাড়াই আলোচনা শেষ হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে পাকিস্তানের প্রস্তাবটি বিবেচনা করার আশ্বাস দিয়েছে। পরে বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হবে বলে প্রতিনিধি দলকে বলা হয়েছে।

কয়েকটি সূত্র জানিয়েছে, রাশিয়া শেষ পর্যন্ত সেই অফারই দিতে পারে যে দামে বড় দেশগুলোর কাছে তেল বিক্রি করছে। রাশিয়া বলেছে, তাদের কাছে এই মুহূর্তে যে তেল মজুদ আছে সেটা বড় বড় ক্রেতাদের কাছে বিক্রি হয়ে গেছে। তাদের সুবিধা মতো পাকিস্তানকে জানাবে তারা।

রাশিয়া বলেছে, পাকিস্তানকে প্রথমে করাচি থেকে লাহোর, পাঞ্জাব পর্যন্ত পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইনের ফ্ল্যাগশিপ প্রকল্পের প্রতি তার প্রতিশ্রুতিকে সম্মান করতে বলে। তবে আলোচনায় উঠে এসেছে পিএসজিপি প্রকল্পের বিষয়টি। পাকিস্তান বলেছে এই প্রকল্পের মডেল তারা পরিবর্তন করতে চায়। এ ব্যাপারে রাশিয়া বলেছে, এই প্রকল্পটির মডেল চূড়ান্ত করা আছে এবং শুধু কার কত শেয়ার থাকবে সেটা চূড়ান্ত করা হয়নি।

পাকিস্তানের প্রতিনিধি দলটি মস্কো গেছে ২৯ নভেম্বর। তিনদিনের এই সফরের উদ্দেশ্য ছিল ছাড় মূল্যে জ্বালানি তেল আমদানি, কিভাবে মূল্য পরিশোধ করতে হবে এবং কবে নাগাদ শিপমেন্ট হবে-এসব বিষয়গুলো আলোচনা করা। 

শিল্প মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাশিয়ান অপরিশোধিত তেল পাকিস্তানের শোধনাগারগুলিতে প্রক্রিয়া করা যেতে পারে এবং অতীতে একটি বেসরকারী শোধনাগার প্রস্তুত পণ্য সরবরাহের জন্য রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার করেছিল।

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়