শিরোনাম
◈ মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রচার: বিএনপির বিবৃতি ◈ বাহরাইনে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক: কাতারের ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ◈ পুঁজিবাজারে মূলধন কমেছে ১১ হাজার ১০ কোটি টাকা ◈ জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনীর ৯৪ হাজার সদস্য ◈ জাকির নায়েকের সফর প্রসঙ্গে দিল্লির মন্তব্যের জবাব দিল ঢাকা ◈ নভেম্বরে ছুটি নেই সরকারি চাকরিজীবীদের, ডিসেম্বরে মিলবে টানা অবকাশ ◈ ২০২৬ সালে রোজা শুরু কবে? ◈ রেস্তোরা থেকে খামার, সবখানে অভিযান! অবৈধ অভিবাসীদের বের করে দিচ্ছে কানাডা (ভিডিও) ◈ সকল রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে একতা থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন ঐক্য ধরে রাখতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম!

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০২:৩৮ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হলেন লে. জে. আসিম মুনীর

লে. জে. আসিম মুনীর

ইমরুল শাহেদ: প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে লে. জে. আসিম মুনীরের নাম ঘোষণা করেছেন। আল-জাজিরা

দক্ষিণ এশিয়ার এ দেশটির সেনাপ্রধান নিয়োগ নিয়ে সপ্তাহব্যাপী জল্পনা-কল্পনার পর বৃহস্পতিবার তার অবসান হয়েছে। তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটারে এই নিয়োগের কথা জানান দেন। 

পাকিস্তান স্বাধীনতার ৭৫ বছরে পদার্পণ করেছে। তার অর্ধেক সময়ই দেশটি শাসন করেছে সেনাবাহিনী। আওরঙ্গজেব টুইটে জানিয়েছেন, জয়েন্টস অব স্টাফ কমিটির চেয়ারম্যান হলেন লে. জে. শাহির সামশাদ মীর্জা। 

বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়তি ছয় বছরের মেয়াদ শেষ হবে ২৯ নভেম্বর। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠক করেন এবং মনোনয়ন পাওয়া ছয়জনের মধ্যে অসিম মুনীরকেই বেছে নেন। 

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, প্রেসিডেন্ট আলভির কাছে দুটি নাম পাঠানো হয়েছে। তিনিই পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তি। প্রেসিডেন্ট আরিফ আলভী হলেন বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির। এই দলের প্রধান হলেন ইমরান খান।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যানের অফিসিয়াল আইডিতে ইমরান খানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘সংক্ষিপ্ত আসুক, আমি এবং পাকিস্তানের প্রেসিডেন্ট দেশের সংবিধান ও আইন অনুসারেই বিষয়টি বিবেচনা করব।’

তিনি বুধবার এক বিবৃতিতে বলেছিলেন, প্রেসিডেন্ট আলভি সংক্ষিপ্ত সার পাওয়ার অবশ্যই তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন, কাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেবেন।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়