শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে যাত্রীবাহি বিমানে গুলি, বিদ্রোহীদের দোষারোপ

মিয়ানমারে যাত্রীবাহি বিমানে গুলি

ইমরুল শাহেদ: মিয়ানমারের একটি বিমান রাজধানী নেপিদো থেকে এক হাজার কিলোমিটার উপর দিয়ে কায়া রাজ্যে যাওয়ার পথে গুলির আঘাত পায়। এতে একজন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিমানটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জান্তা সরকার বলেছে, তারা বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আল-জাজিরা

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে পূর্ব কায়াহ রাজ্যের রাজধানী লোইকাউতে অবতরণের প্রস্তুতির সময় মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে একজন যাত্রীর মুখে আঘাত করে বিমানের কেবিনের ভেতর দিয়ে গুলি চলে যায়। এ সময় বিমানে ৬৩ জন যাত্রী ছিলেন। 

সরকারের মুখপাত্র মে. জে. জো মিন তুনের বরাত দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ জানিয়েছে, ‘যদিও বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে....ক্রুদের দক্ষতায় বিমানটি সফলভাবেই অবতরণ করেছে।’

তিনি বেসামরিক বিমানে হামলাকে ‘একটা সামরিক অপরাধ, একটা অপরাধের কাজ’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যা বলতে চাই তাহলো যেসব গ্রুপ এ ধরনের কাজ করতে পারে তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেওয়াই উচিত।’

বিমানটি যেখানে হামলার শিকার হয় সে এলাকাটি লোইকাউ বিমানবন্দর থেকে ছয় কিলোমিটার দূরে। সরকার এজন্য দোষারোপ করছে কারেন্নি ন্যাশনাল প্রোগ্রেসিভ পার্টিকে। তারা হলো জাতিগোষ্ঠী বিদ্রোহী গ্রুপ। 

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বিমানটির গায়ে গুলির আঘাত দেখা যায়। এই ঘটনার পর মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইনসের লোইকাউ কার্যালয় ঘোষণা করে যে, সব ফ্লাইট বাতিল করা হয়েছে।   

আইএস/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়