শিরোনাম
◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০১:২০ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার যেই গঠন করুক, তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত ভারত: সাবেক রাষ্ট্রদূত পঙ্কজ সারান

আসন্ন নির্বাচনে যে দলই জয়ী হবে তাদের সঙ্গে কাজ করবে ভারত। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত এবং ভারতের সাবেক ডেপুটি এনএসএ পঙ্কজ সারান।

বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এবার আওয়ামী লীগ নেই। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন দমনে সহিংসতা চালানোর অভিযোগে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ইতিহাসে এই প্রথম কোনো জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। ফলত দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামী এবার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে।

পরিবর্তিত এই রাজনৈতিক আবহে ভারত কার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে- এমন এক প্রশ্নের জবাবে ভারতের সাবেক ওই রাষ্ট্রদূত বলেন, এর জবাব খুব সহজ। যারা ভোটে জিতবে। তাদের সঙ্গেই আমরা কাজ করব।

পঙ্কজ সারান বলেন, আমাদের কোনো পছন্দ নেই। আমরা সরকার বানাতেও পারব না, অন্য কিছুও করতে পারব না। এটা শুধু এখনকার জন্য নয়, গত ৫০ বছর ধরে যারাই নির্বাচিত হয়েছেন, সরকার গঠন করেছেন, আমরা তাদের সঙ্গেই কাজ করেছি।

পঙ্কজের ভাষ্য, ভারতের ভূমিকা অতিরঞ্জিত করে বলা হয়েছে। যা সত্য নয়। আমরা এর আগে বাংলাদেশের সকল সরকারের সঙ্গে কাজ করেছি। জিয়ারউর রহমান থেকে শুরু করে এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা পর্যন্ত- সকলের সঙ্গেই আমরা কাজ করেছি। আসন্ন নির্বাচনে যারাই আসবে আমরা তাদের সঙ্গেই কাজ করব।

ভারতীয় ওই রাষ্ট্রদূত বলেন, আমরা আশা করব, সামনে যারাই আসবেন, তারা চিন্তা করবেন যে বাংলাদেশের নিরাপত্তার সঙ্গে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখাও জড়িত। এমন হলে তো সমস্য সমাধান হয়েই গেল। তবে তারা যদি মনে করেন, তারা ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক রাখবেন বা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে সমস্য তৈরি করবেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।

পঙ্কজ বলেন, আমি আশা করি অতীতে এমন কিছু হলেও এখন বিএনপি বদলে গেছে। জামায়াতও বদলেছে। উভয় দলেই নতুন নেতৃত্ব এসেছে। বিএনপিতে নতুন করে নেতৃত্বে আসা তারেক রহমান ১৭ বছর দেশের বাইরে ছিলেন। জামায়েতের আমিরও নেতৃত্বে নতুন। সুতরাং আমরা আশাবাদী। এ দুই নেতাই বাস্তবতা বুঝবেন বলে আশা করি। তারা বুঝবেন যে ভারত ও বাংলাদেশকে একসঙ্গে চলতে হবে।

সাবেক রাষ্ট্রদূত বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সঙ্গে ভারতের রেকর্ড ভালো না। অন্যদিকে জামায়েতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কথা সকলেই জানেন। এখন আমরা আশা করতে পারি, ভারতের বিষয়ে জামায়েতের নেতৃত্বের মধ্যে পরিপক্কতা এসেছে। তারা ভারতে চরমপন্থি মতাদর্শ, সন্ত্রাসবাদ বিস্তারে মদদ দেবে না। উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়