শিরোনাম
◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারহত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশ পাসপোর্ট ছাড়া যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

বৃটিশ পাসপোর্ট ছাড়া যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ আর থাকছে না। আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, বিদেশে অবস্থানরত সব বৃটিশ দ্বৈত নাগরিককে যুক্তরাজ্যে প্রবেশের সময় অবশ্যই একটি বৈধ বৃটিশ পাসপোর্ট অথবা সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট দেখাতে হবে। অন্যথায় সীমান্তে প্রবেশে বিলম্ব কিংবা বাধার মুখে পড়তে হতে পারে।
এতদিন বৃটিশ দ্বৈত নাগরিকরা অ-ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারতেন এবং প্রয়োজনে অন্যান্য নথি দিয়ে নাগরিকত্ব প্রমাণের সুযোগ ছিল। তবে হোম অফিসের নতুন সিদ্ধান্তের ফলে সেই সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। নতুন এই নিয়ম ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সব বৃটিশ ও আইরিশ দ্বৈত নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফলে যুক্তরাজ্যে ফিরতে চাইলে অনেককেই নতুন করে  বৃটিশ পাসপোর্ট করাতে হবে, যার খরচ প্রায় ৯৫ পাউন্ড। বিদেশ থেকে আবেদন করলে ব্যয় আরও বাড়তে পারে।

হোম অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সব দ্বৈত  বৃটিশ নাগরিককে সীমান্তে বিলম্ব এড়াতে বৈধ  বৃটিশ পাসপোর্ট অথবা সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট দেখাতে হবে। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) ব্যবস্থার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়াকে ডিজিটাল করা হচ্ছে, যা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের ভ্রমণকে আরও সহজ করবে।

ইটিএ ব্যবস্থার অংশ নতুন নিয়ম:

হোম অফিস সূত্রে জানা গেছে, এই পরিবর্তন যুক্তরাজ্যের নতুন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) ব্যবস্থার অংশ। যেসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে ভ্রমণের জন্য ভিসা লাগে না, তাদের আগাম ETA নিতে হবে। যদিও বৃটিশ ও আইরিশ নাগরিকরা ETA থেকে অব্যাহতি পাচ্ছেন, তবে সে ক্ষেত্রে তাদের নিজ নিজ দেশের পাসপোর্ট বহন বাধ্যতামূলক করা হয়েছে।
বলা হয়েছে ২৫ ফেব্রুয়ারি ২০২৬-এর আগেই যারা ভ্রমণ করবেন, তারা আগের নিয়ম অনুযায়ী বৈধ অ-ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন।

তবে এতে বাড়তি ব্যয়ের আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে একটি প্রাপ্তবয়স্কর বৃটিশ পাসপোর্টের ফি ৯৪ দশমিক ৫০ পাউন্ড এবং একটি আইরিশ পাসপোর্টের মূল্য ৭৫ ইউরো। অন্যদিকে, সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট—যার মাধ্যমে বিদেশি পাসপোর্টে যুক্তরাজ্যে বসবাস ও কাজের অধিকার প্রমাণ করা যায়—এর খরচ ৫৮৯ পাউন্ড, যা অনেকের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সিদ্ধান্তের কারণ হিসেবে হাউস অব কমন্সের এক ব্রিফিংয়ে বলা হয়েছে, যদিও আইন অনুযায়ী বৃটিশ নাগরিকদের বৃটিশ পাসপোর্টে ভ্রমণ করা বাধ্যতামূলক নয়, তবে প্রি-ডিপারচার চেক চালু থাকায় পরিবহন সংস্থাগুলো নির্দিষ্ট নির্দেশিকার বাইরে যেতে চায় না। অপর্যাপ্ত কাগজপত্র থাকলে যাত্রী পরিবহনের দায়ে তাদের জরিমানার মুখে পড়তে হতে পারে।

ব্রিফিংয়ে আরও বলা হয়, এতদিন দ্বৈত নাগরিকদের বৃটিশ পাসপোর্টে ভ্রমণের পরামর্শ দেওয়া হলেও এটি কঠোরভাবে প্রয়োগ করা হয়নি। নতুন নিয়ম কার্যকরের মাধ্যমে সেই শিথিলতা আর থাকছে না।

সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়