শিরোনাম
◈ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের ৮ মু‌ক্তি‌যোদ্ধা ও ২ সামরিক অ‌ফিসারসহ ২০ জ‌নের প্রতিনিধি দল ◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল ◈ দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির আছে—তারেক রহমান ◈ মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: পরিচয় মেলেনি গৃহকর্মী আয়েশা’র ◈ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন, বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ প্রেম লুকোতে ১০ তলা থেকে ঝুলে তরুণীর ‘স্পাইডারম্যান’ স্টান্ট! ভাইরাল ভিডিওতে শিউরে উঠছে নেটদুনিয়া

প্যান্ট পরতে পরতে প্রেমিকাকে বারান্দা দিয়ে বের করে দেন আতঙ্কিত প্রেমিক

চীনের গুয়াংডং প্রদেশে ঘটেছে রোমহর্ষক এক ঘটনা—অবৈধ প্রেমের সম্পর্ক লুকাতে ১০ তলা ভবনের বারান্দা থেকে ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে গত ৩০ নভেম্বর। জানা যায়, প্রেমিকের স্ত্রী বাসায় না থাকায় ওই তরুণী প্রেমিকের ফাঁকা ফ্ল্যাটে যান। ঠিক সেই সময় হঠাৎ বাসায় ফিরে আসেন প্রেমিকের স্ত্রী। বিপাকে পড়ে প্রেমিক দ্রুত তার প্রেমিকাকে বারান্দা দিয়ে নিচে নামতে বলেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, খালি গায়ে তড়িঘড়ি করে পোশাক পরতে থাকা প্রেমিক তার প্রেমিকাকে বারান্দার বাইরে ঠেলে দিচ্ছেন। এরপর তরুণী জীবনের ঝুঁকি নিয়ে ভবনের দেয়াল ঘেঁষে নেমে আসার চেষ্টা করেন। হাতে জলের পাইপ, পায়ের ভর কেবল জানালার কার্নিশ—দৃশ্যটি যেন বাস্তবের ‘স্পাইডারম্যান’!

এ সময় পাশের ভবনের এক বাসিন্দা বিষয়টি টের পেয়ে জানালার কাচ খুলে তরুণীকে ভেতরে টেনে নেন এবং বাঁচান নিশ্চিত মৃত্যুর হাত থেকে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া। কেউ তরুণীর শারীরিক সক্ষমতাকে ‘মার্ভেল হিরো’-দের সঙ্গে তুলনা করছেন, আবার কেউ সমালোচনা করছেন ‘ভীতু’ প্রেমিকের আচরণ নিয়ে। অনেকেই বলছেন—এক মুহূর্তের ভুলেই ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা।

অবশ্য যে যাই বলুক, হাড়হিম করা এই দৃশ্য এখন ইন্টারনেটের হট টপিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়