চীনের গুয়াংডং প্রদেশে ঘটেছে রোমহর্ষক এক ঘটনা—অবৈধ প্রেমের সম্পর্ক লুকাতে ১০ তলা ভবনের বারান্দা থেকে ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন এক তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
ঘটনাটি ঘটেছে গত ৩০ নভেম্বর। জানা যায়, প্রেমিকের স্ত্রী বাসায় না থাকায় ওই তরুণী প্রেমিকের ফাঁকা ফ্ল্যাটে যান। ঠিক সেই সময় হঠাৎ বাসায় ফিরে আসেন প্রেমিকের স্ত্রী। বিপাকে পড়ে প্রেমিক দ্রুত তার প্রেমিকাকে বারান্দা দিয়ে নিচে নামতে বলেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, খালি গায়ে তড়িঘড়ি করে পোশাক পরতে থাকা প্রেমিক তার প্রেমিকাকে বারান্দার বাইরে ঠেলে দিচ্ছেন। এরপর তরুণী জীবনের ঝুঁকি নিয়ে ভবনের দেয়াল ঘেঁষে নেমে আসার চেষ্টা করেন। হাতে জলের পাইপ, পায়ের ভর কেবল জানালার কার্নিশ—দৃশ্যটি যেন বাস্তবের ‘স্পাইডারম্যান’!
এ সময় পাশের ভবনের এক বাসিন্দা বিষয়টি টের পেয়ে জানালার কাচ খুলে তরুণীকে ভেতরে টেনে নেন এবং বাঁচান নিশ্চিত মৃত্যুর হাত থেকে।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া। কেউ তরুণীর শারীরিক সক্ষমতাকে ‘মার্ভেল হিরো’-দের সঙ্গে তুলনা করছেন, আবার কেউ সমালোচনা করছেন ‘ভীতু’ প্রেমিকের আচরণ নিয়ে। অনেকেই বলছেন—এক মুহূর্তের ভুলেই ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা।
অবশ্য যে যাই বলুক, হাড়হিম করা এই দৃশ্য এখন ইন্টারনেটের হট টপিক।