শিরোনাম
◈ দিনদুপুরে প্রাইভেট কারে থাকা বিএনপি কর্মীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা ◈ হজের নিবন্ধন করা যাবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েই  ◈ একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম ◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া? ◈ অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিলে অ্যামেরিকার লাভ না ক্ষতি?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে অচলাবস্থা: এক বছরে তৃতীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ, ইউরোপীয় বাজারের পতন

পার্সটুডে- নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লকর্নু। মাত্র ২৬ দিন আগে তিনি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছিলেন।

এলিসি প্রাসাদ থেকে আজ সোমবার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এদিন সকালে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দেখা করতে এলিসি প্রাসাদে এসেছিলেন সেবাস্তিয়ান লকর্নু। তিনি প্রায় এক ঘণ্টা এলিসি প্রাসাদে অবস্থান করেন।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি আজ সোমবার এলিসি প্যালেসের বরাত দিয়ে জানিয়েছে- ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকর্নুর পদত্যাগ গ্রহণ করেছেন।

পার্সটুডে জানিয়েছে, লকর্নু গতকাল নতুন যে মন্ত্রিসভা ঘোষণা করেন, তা নিয়ে ফ্রান্সের পার্লামেন্টের বেশির ভাগ দলের পক্ষ থেকে তীব্র আপত্তি ওঠে। কারণ, লকর্নু তাঁর পূর্বসূরি বাইরুর ভেঙে দেওয়া মন্ত্রিসভা প্রায় অক্ষত অবস্থায় ফেরত আনেন। এর সমালোচনা করে দলগুলো নতুন মন্ত্রিসভাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেয়।

এ নিয়ে এক বছরে ফ্রান্সে এটি তৃতীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ। এটা সেদেশে কঠিন রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। এই পদত্যাগের প্রভাবে সোমবার ইউরোপীয় শেয়ার বাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেছে।

গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতিতে অস্থিরতা চলছে। দেশটির সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি আবারও ফ্রান্সের নেতৃত্বের দুর্বলতা এবং শাসন কাঠামোর ভঙ্গুরতা তুলে ধরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়