শিরোনাম
◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন  ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার ◈ ব্রাজিলের রোনালদো বল‌লেন, ক্রিশ্চিয়ানো ‌রোনাল‌দো সর্বকালের সেরা নয় ◈ কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে: ডিএমপি কমিশনার (ভিডিও) ◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে অচলাবস্থা: এক বছরে তৃতীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ, ইউরোপীয় বাজারের পতন

পার্সটুডে- নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লকর্নু। মাত্র ২৬ দিন আগে তিনি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছিলেন।

এলিসি প্রাসাদ থেকে আজ সোমবার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এদিন সকালে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দেখা করতে এলিসি প্রাসাদে এসেছিলেন সেবাস্তিয়ান লকর্নু। তিনি প্রায় এক ঘণ্টা এলিসি প্রাসাদে অবস্থান করেন।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি আজ সোমবার এলিসি প্যালেসের বরাত দিয়ে জানিয়েছে- ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন প্রধানমন্ত্রী হিসেবে সেবাস্তিয়ান লেকর্নুর পদত্যাগ গ্রহণ করেছেন।

পার্সটুডে জানিয়েছে, লকর্নু গতকাল নতুন যে মন্ত্রিসভা ঘোষণা করেন, তা নিয়ে ফ্রান্সের পার্লামেন্টের বেশির ভাগ দলের পক্ষ থেকে তীব্র আপত্তি ওঠে। কারণ, লকর্নু তাঁর পূর্বসূরি বাইরুর ভেঙে দেওয়া মন্ত্রিসভা প্রায় অক্ষত অবস্থায় ফেরত আনেন। এর সমালোচনা করে দলগুলো নতুন মন্ত্রিসভাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেয়।

এ নিয়ে এক বছরে ফ্রান্সে এটি তৃতীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ। এটা সেদেশে কঠিন রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। এই পদত্যাগের প্রভাবে সোমবার ইউরোপীয় শেয়ার বাজারে নেতিবাচক প্রবণতা দেখা গেছে।

গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতিতে অস্থিরতা চলছে। দেশটির সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি আবারও ফ্রান্সের নেতৃত্বের দুর্বলতা এবং শাসন কাঠামোর ভঙ্গুরতা তুলে ধরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়