শিরোনাম
◈ বাংলাদেশের বেসরকারি খাত: সংকট ও সম্ভাবনার দ্বন্দ্ব ◈ কয়েক ঘণ্টা ভয় দেখানোর পর জাহাজগুলো আটক শুরু করেছে ইসরায়েল ◈ কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নির্বাহী আদেশ ট্রাম্পের ◈ রক্ষীকে পিটিয়ে ভারতের কারাগার থেকে পালালেন বাংলাদেশিসহ ৬ বন্দি ◈ ফ্লোটিলার দিকে এগিয়ে আসছে ২০ নৌযান, দখল সামাল দিতে প্রস্তুত অভিযাত্রীরা ◈ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ◈ আবারও বন্যার আশঙ্কা ৭ জেলায়! ◈ নির্বাচনের আগেও নয়, ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠছে না: আসিফ নজরুল ◈ ভাষাসৈনিক আহমদ রফিক লাইফ সাপোর্টে ◈ দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন, তোমার কি কোনো ভালো বন্ধু আছে? চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০১:১৭ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লোটিলার দিকে এগিয়ে আসছে ২০ নৌযান, দখল সামাল দিতে প্রস্তুত অভিযাত্রীরা

গাজামুখী আন্তর্জাতিক সহায়তা বহর ফ্লোটিলাকে আটকাতে বুধবার (১ অক্টোবর) রাতে অন্তত ২০টি অচিহ্নিত নৌযান এগিয়ে আসতে দেখা গেছে। বহরের অভিযাত্রী ও আয়োজকেরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ সময় বহরে থাকা ৪০টি নৌযানের অভিযাত্রীরা লাইফ জ্যাকেট পরে সম্ভাব্য ইসরায়েলি দখল সামাল দিতে প্রস্তুতি নিতে শুরু করেছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ৫০০ অধিকার কর্মী।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই আন্তর্জাতিক বহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এতে করে প্রায় ৫০০ জন কর্মী, আইনজীবী ও আইনপ্রণেতা রয়েছেন, যাদের মধ্যে গ্রেটা থুনবার্গও আছেন। 

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে যাওয়া এই আলোচিত বহরটি খাদ্য ও ওষুধ নিয়ে গাজায় পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা করছে। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী বারবার তাদের ফিরে যেতে সতর্ক করেছে।

বর্তমানে বহরটি যুদ্ধবিধ্বস্ত গাজা উপকূল থেকে মাত্র ৯০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।বহরের আয়োজকেরা জানান, তাদের রাডারে বহরের সামনে তিন নটিক্যাল মাইল দূরে অন্তত ২০টি অজ্ঞাত নৌযান ধরা পড়েছে। এক বিবৃতিতে তারা বলেন,‘এটি সম্ভাব্য নৌ অবরোধের ইঙ্গিত হতে পারে। কিন্তু স্পষ্ট করে বলছি: ইসরায়েলের অবৈধ অবরোধ রক্ষার জন্য কোনো হুমকি বা হয়রানিতে আমরা ভয় পাব না।’

ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বহরের একটি নৌযান থেকে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, অভিযাত্রীরা লাইফ জ্যাকেট পরে ডেকে গোল হয়ে বসে আছেন।

বহরের অভিযাত্রী হোসে লুইস ইবট সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ‘তারা ইতিমধ্যে আমাদের দিকে এগিয়ে আসছে। দুই ডজন নৌযান আমাদের ঠেকাতে অপেক্ষা করছে।’

এর আগে, সুমুদ ফ্লোটিলা মিশনের দুটি নৌযান ঘিরে ফেলে ইসরায়েলি দুই যুদ্ধজাহাজ। ত্রাণ কর্মসূচির আয়োজকরা বলেন, ইসরায়েলি দুটি ‘যুদ্ধজাহাজ’ দ্রুতগতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা (কমিউনিকেশন) অচল হয়ে যায়। 

এক সংবাদ সম্মেলনে জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা যোগাযোগ ব্যবস্থা অচলের এই ঘটনাকে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর ‘সাইবার হামলা’ বলে অভিহিত করেছেন।

এটি বুধবারের দ্বিতীয়বারের মতো বহরের দিকে নৌযান এগিয়ে আসার ঘটনা। ভোরের আগে আয়োজকেরা অভিযোগ করেন, দ্রুতগতিতে দুই ইসরায়েলি যুদ্ধজাহাজ এগিয়ে এসে তাদের দুটি নৌযান ঘিরে ফেলে। তখন সব ন্যাভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়, যা আয়োজকেরা ‘সাইবার হামলা' বলে দাবি করেছেন।

প্রথম বাংলাদেশি হিসেবে আলোচিত এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রী হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। অনুবাদ: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়