ট্রলিব্যাগে উদ্ধার হওয়া তরুণীর লাশ ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। প্রায় দুই মাস আগে হওয়া ওই হত্যাকাণ্ডের রহস্য অবশেষে উন্মোচন করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে নিহত ওই তরুণীর প্রেমিককে, যিনি মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন।
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের কানপুরের। নিহত ওই তরুণীর নাম আকাঙ্ক্ষা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আকাঙ্ক্ষার পরিচয় হয় প্রেমিক সুরজের সঙ্গে।
পরিচয় থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তবে আকাঙ্ক্ষা বিয়ের বিষয়ে চাপ দিলে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরপর সুরজের অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কের তথ্য জানা গেলে সম্পর্ক আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
পুলিশ জানিয়েছে, ২১ জুলাই রাতে দুজনের মধ্যে কথাকাটাকাটি চলাকালীন সুরজ আকাঙ্ক্ষাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এই হত্যায় আশিস নামের আরও এক যুবক সহযোগিতা করেন। হত্যার পর সুরজের নৃশংসতা সীমাহীন হয়; তিনি আকাঙ্ক্ষার দেহের সঙ্গে সেলফি তোলেন এবং ট্রলিব্যাগে ভরে মোটরবাইকে করে প্রায় ৯৫ কিলোমিটার দূরে চিল্লাঘাটে যমুনা নদীতে ফেলে দেন।
৮ আগস্ট আকাঙ্ক্ষার মা থানায় নিখোঁজ ডায়েরি করেন। ১৬ সেপ্টেম্বর তিনি প্রেমিক সুরজের বিরুদ্ধেও অভিযোগ করেন। জিজ্ঞাসাবাদে সুরজ হত্যার পুরো কৌশল প্রকাশ করেন। পুলিশ বর্তমানে আশিসকে খুঁজছে এবং অন্য সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
কানপুর পুলিশ প্রশাসন জানিয়েছে, তারা দ্রুত সমস্ত প্রমাণ ও সাক্ষীর সাহায্যে অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদেরও গ্রেপ্তার করবে এবং ন্যায়ের ব্যবস্থা নিশ্চিত করবে। সূত্র : আনন্দবাজার