শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৯ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌ.ন সম্পর্ক, মামলা, অতঃপর...

ক্যালিফোর্নিয়ার এক স্কুলের এক সহযোগী বা এইড এক কিশোর ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের দায় স্বীকার করেছেন। এর ফলে তিনি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। সান ডিয়েগো এলাকার একটি হাই স্কুলে কাজ করার সময় ওই ছাত্রের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে যৌনসঙ্গী করেন। ওই সহযোগী বা শিক্ষিকা ৩২ বছরের লিসেট ওর্তেগা ভেলেস। তিনি বৃহস্পতিবার আদালতে স্বীকার করেন, মার ভিস্তা হাই স্কুলের ১৭ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে অবৈধ মাত্রাহীন যৌন সম্পকে জড়িত ছিলেন। অ্যাটর্নি কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে এনবিসি ৭ সান দিয়েগো।

সান ডিয়েগো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, অভিযোগ ওঠে শিক্ষার্থীর এক সহায়ক বা এইড এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িত। এরপর  ১৯ মে ইম্পেরিয়াল বিচ ক্যাম্পাসে পুলিশকে ডাকা হয়। তদন্তে উঠে আসে যে, ভেলেসের ওই ছাত্রের সঙ্গে বিকৃত সম্পর্ক প্রায় এক বছর ধরে স্কুলের বাইরে চালিয়ে আসছিলেন। তদন্তকারীরা বলেন, ভেলেস ওই ছাত্রকে কাউকে কিছু না বলতে চাপ দিতেন। ভেলেসকে নিয়োগ দিয়েছিল রো হেলথ নামের একটি তৃতীয় পক্ষের ঠিকাদারী প্রতিষ্ঠান।

তারা স্কুল, প্রাইভেট নার্সিং হোম ও অন্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মী ও নার্স সরবরাহ করে। ২১ মে ভেলেসকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একাধিক যৌন অপরাধে মামলা করা হয়। অভিযোগগুলোর মধ্যে আছে, অপ্রাপ্তবয়স্কের সঙ্গে ওরাল সেক্স। অপ্রাপ্তবয়স্কের সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক। অপ্রাপ্তবয়স্কের সঙ্গে অশ্লীল কাজে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে সাক্ষাতের আয়োজন।  অশ্লীল কাজের জন্য অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যোগাযোগ। ভুক্তভোগীকে অভিযোগ জানাতে নিরুৎসাহিত করার চেষ্টা।

আদালতের নথি অনুযায়ী, ভেলেসের সাজা ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর, দক্ষিণ কাউন্টি কোর্টহাউস, চুলা ভিস্তায়। তিনি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড পেতে পারেন। তবে দোষ স্বীকার চুক্তিতে কোনো নির্দিষ্ট শাস্তির মেয়াদ উল্লেখ নেই- সাজা নির্ধারণ করবেন বিচারক।  রো হেলথ জানায়, তারা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেক করে কর্মী নিয়োগ দেয় এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বাগ্রে রাখি। এসব অভিযোগ আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং যথাযথ তদন্ত ও প্রতিক্রিয়ার জন্য কাজ করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়