বাসস: মাকাসার সিটি কাউন্সিলের সচিব বলেন, গত রাতে বিক্ষোভকারীদের আগুনে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একজন নিহত হন।
বিক্ষোভকারীদের ধরিয়ে দেয়া আগুনে কমপক্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় একজন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, পুলিশের গাড়ির ধাক্কায় একজন ট্যাক্সি চালকের মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।
মাকাসার সিটি কাউন্সিলের সচিব রহমত মাপ্পাতোবা বলেন, গত রাতে বিক্ষোভকারীদের আগুনে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একজন নিহত হন। তারা আগুন লাগা ভবনের ভেতরে আটকা পড়েছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, বিক্ষোভকারীরা কার্যালয়ে হামলা চালায় এবং ভবনে আগুন লাগিয়ে দেয়।
তিনি আরো বলেন, ‘সাধারণত বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা কেবল পাথর ছুঁড়ে মারত অথবা অফিসের সামনে টায়ার পোড়াত। তারা কখনো ভবনে ঢুকে পড়ত না বা আগুন দিত না। বিক্ষোভকারীরা এমন করবে এটা আমাদের ধারণা ছিল না।’
নিহতদের মধ্যে দু’জন ছিলেন স্থানীয় কাউন্সিলের কর্মচারী এবং অন্যজন সরকারি কর্মচারী।
কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীদের দেয়া আগুনে কমপক্ষে চারজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।