শিরোনাম
◈ নেতাকর্মীদের ওপর হামলা চালানো লাল রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয়: ডিএমপির ডিবিপ্রধান ◈ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কাল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন হবে ◈ লা লিগায় গভীর রা‌তে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ মা‌য়োর্কার ◈ টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও মহাসড়ক অবরোধ গণঅধিকার পরিষদের কর্মীদের ◈ শহীদ মিনারে তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মহাসমাবেশ ◈ শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত-৫ ◈ পাসপোর্টে তথ্যগত ভুলে ভোগান্তির শিকার সাধারণ আবেদনকারীরা, প্রতিদিন শত শত সংশোধনের আবেদন ◈ আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীদের দেয়া আগুনে ৩ জনের প্রাণহানি

বাসস: মাকাসার সিটি কাউন্সিলের সচিব বলেন, গত রাতে বিক্ষোভকারীদের আগুনে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একজন নিহত হন।

বিক্ষোভকারীদের ধরিয়ে দেয়া আগুনে কমপক্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় একজন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, পুলিশের গাড়ির ধাক্কায় একজন ট্যাক্সি চালকের মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

মাকাসার সিটি কাউন্সিলের সচিব রহমত মাপ্পাতোবা বলেন, গত রাতে বিক্ষোভকারীদের আগুনে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে চিকিৎসারত অবস্থায় একজন নিহত হন। তারা আগুন লাগা ভবনের ভেতরে আটকা পড়েছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, বিক্ষোভকারীরা কার্যালয়ে হামলা চালায় এবং ভবনে আগুন লাগিয়ে দেয়।

তিনি আরো বলেন, ‘সাধারণত বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা কেবল পাথর ছুঁড়ে মারত অথবা অফিসের সামনে টায়ার পোড়াত। তারা কখনো ভবনে ঢুকে পড়ত না বা আগুন দিত না। বিক্ষোভকারীরা এমন করবে এটা আমাদের ধারণা ছিল না।’

নিহতদের মধ্যে দু’জন ছিলেন স্থানীয় কাউন্সিলের কর্মচারী এবং অন্যজন সরকারি কর্মচারী।

কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীদের দেয়া আগুনে কমপক্ষে চারজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়