দ্য গার্ডিয়ান: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাপ্তবয়স্কদের একটি সাইটে তার ছবি ছড়িয়ে পড়ার ঘটনায়। শুধু প্রধানমন্ত্রী নন, তার বোন আরিয়ানা মেলোনি এবং বিরোধীদলীয় নেত্রী এলি শাখলিনের ছবিও সেখানে প্রকাশ করা হয়। ছবিগুলোর সঙ্গে অশ্লীল ভাষা ও যৌন ইঙ্গিতপূর্ণ লেখা যুক্ত করায় ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে মেলোনি বলেন, “এই ঘটনায় আমি অত্যন্ত ক্ষুব্ধ। যেসব নারী এতে অপমানিত হয়েছেন, আমি তাদের পাশে আছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজও কিছু মানুষ নারীর মর্যাদা ধ্বংস করতে চায়।”
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাইট কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। তাদের দাবি, ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটির অপব্যবহার করছিল। সাইটটি বন্ধ হওয়ার আগে প্রায় সাত লাখ সাবস্ক্রাইবার ছিল।
জানা গেছে, প্রকাশিত ছবিগুলো আসলে বিভিন্ন উন্মুক্ত উৎস থেকে সংগ্রহ করা হয়েছিল। এরপর তা বিকৃত উপস্থাপনা ও অশ্লীল লেখার মাধ্যমে প্রচার করা হয়।
উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই পর্নসাইটটি আগেও নারী বিদ্বেষী কনটেন্ট প্রচারের অভিযোগে সমালোচিত হয়েছিল। তবে এবারই প্রথম এমন কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হলো।