স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরের আগে টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছে টি-টোয়েন্টি থেকে তো সেই কবেই সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি।তাঁকে এখন ব্যাট করতে দেখা যাবে কেবল ওয়ানডে ফরম্যাট ও আইপিএলে।
কোটিপতি লিগে কোহলি কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে চান না। তিনি চান পুরো সময় মাঠে থেকে দলকে জেতাতে। অর্থাৎ তিনি ব্যাটিং করবেন। ফিল্ডিং করবেন। ইমপ্যাক্ট প্লেয়ার তিনি কখনওই হবেন না। তিনি খেলবেন সিংহের মতো। --- আজকাল
আইপিএলের গ্রহে ইমপ্যাক্ট প্লেয়ার তো অনেকেই রয়েছেন। কিন্তু কোহলির সেই সবে আপত্তি। তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হবেন না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার স্বস্তিক চিকারা এমনই এক খবর জানিয়েছেন।
গত বারের নিলামে তাঁকে দলে নিয়েছে বেঙ্রগালুরু। কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করায় তিনি জানতে পারেন কোহলির মনোভঙ্গি।
রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই এক বিরাট তথ্য জানিয়েছেন স্বস্তিক। তিনি বলেছেন, ''বিরাট ভাইয়া বলেছে, যত দিন ফিট আছি তত দিন খেলব। ইমপ্যাক্ট প্লেয়ার কি তারহা নহি খেলুঙ্গা। ম্যায় শের কি তারাহ খেলুঙ্গা। আমি সিংহের মতো খেলতে চাই। ২০ ওভার ফিল্ডিং করব, তারপর ব্যাটিং করব।
যেদিন মনে হবে ইমপ্যাক্ট প্লেয়ার হয়েই খেলতে হবে, সেদিন ক্রিকেট ছেড়ে দেব।'' কোহলির সঙ্গে স্বস্তিকের সম্পর্ক ভাল হয়েছে আইপিএল চলাকালীন। তাই কোহলির কথা তিনি বলতে পারেন সবার সামনে।