স্পোর্টস ডেস্ক : ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ড্যারেন ব্রাভোকে ফিরিয়ে পাঁচশ উইকেট ছুঁতে আরেকধাপ এগিয়েছিলেন সাকিব আল হাসান। তবে পরের ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বাংলাদেশের অলরাউন্ডার ছিলেন উইকেটশূন্য।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে অপেক্ষার প্রহর ফুরালেন তিনি। নিয়েছেন নাভিয়ান বিদাইসি ও কাইল মেয়ার্সের উইকেটও। ২ ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে ১১ রান খরচায় অ্যান্টিগাকে তিনটা উইকেট এনে দিয়েছেন সাকিব।
টি-টোয়েন্টিতে পাঁচশ উইকেট ছোঁয়ার দিনে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। নাভিয়ানের পাশাপাশি নাসিম শাহকেও ছক্কা মেরেছেন বাঁহাতি এই ব্যাটার। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সকে জয়ের খুব কাছে নিয়ে ফেরার আগে খেলেছেন ২ ছক্কা ও এক চারে ১৮ বলে ২৫ রানের ইনিংস। সাকিবের এমন অলরাউন্ড পারফরম্যান্সের দিনে সেন্ট কিটসের বিপক্ষে ৭ উইকেট জিতেছে অ্যান্টিগা। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলেন সাকিব-ইমাদ ওয়াসিমরা।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্য তাড়ায় অ্যান্টিগাকে ভালো শুরু এনে দেয়ার চেষ্টা করেন রাখিম কর্নওয়াল ও জোয়েল অ্যান্ড্রু। তাদের দুজনের ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইনিংসের পঞ্চম ওভারে। অ্যাশাম নেডের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ছক্কা মারতে চেয়েছিলেন কর্নওয়াল। তবে ব্যাটে-বলে টাইমিং না হওয়ার পাশাপাশি টপ এজ হয়ে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দিয়েছেন।
কর্নওয়াল ১৬ রানে ফিরলে জুটি গড়ার চেষ্টা করেন অ্যান্ড্রু ও কারিমা গোর। তাদের দুজনের জমে ওঠা জুটি ভেঙেছেন ওয়াকার সালামখিল।
আফগানিস্তানের স্পিনারের দুর্দান্ত এক ডেলিভারিতে রিজওয়ানের চতুরতায় স্টাম্পিং হয়েছেন অ্যান্ড্রু। ডানহাতি ওপেনার ফিরেছেন ২৮ বলে ২৮ রান করে। বোলিংয়ে আলো ছড়ানো সাকিবের ব্যাটিংয়ে সুযোগ হয় চার নম্বরে। কারিমাকে সঙ্গে নিয়ে অ্যান্টিগাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। --- ক্রিকফ্রেঞ্জি