সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ। আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে তাদের আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৩ আগস্ট) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
এদের মধ্যে ১৩ হাজার ৫৫১ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করায় ৪ হাজার ৬৬৫ জনকে এবং শ্রম আইন লঙ্ঘনের জেরে আরও ৪ হাজার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৭৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইউথোপিয়ান, ৪২ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া সৌদি থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অন্যদেশে প্রবেশের চেষ্টাকালে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ পরিবহন সুবিধা এবং আশ্রয় দেয় তাহলে তার অন্তত ১৫ বছরের কারাদণ্ড এবং ১ লাখ সৌদি রিয়াল জরিমানা বিধান রয়েছে। এছাড়া তার যানবাহনও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।