শিরোনাম
◈ দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর অটোরিকশার ধাক্কা, নিহত ৫ ◈ নতুন সংবিধান প্রণয়নসহ সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করল এনসিপি ◈ সাবেক এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি: আদালতে রিয়াদের স্বীকারোক্তি ◈ বৃষ্টি হলেই চুইয়ে পড়ে পানি, ঝুঁকিপূর্ণ আগৈলঝাড়া ৫০ শয্যার হাসপাতাল ভবন ◈ বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয়: তারেক রহমান ◈ গণহত্যার ভার বইতে না পেরে ইসরায়েলি সেনাদের আত্মহনন: যুদ্ধে ফেরেনি প্রায় ১ লাখ সেনা: গণমাধ্যম ◈ ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র রুখতে হবে: শাহবাগে ছাত্রসমাবেশে মির্জা ফখরুল ◈ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নে এডিবি-বাংলাদেশের ১৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি ◈ সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর ◈ শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০২:২৩ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা অর্জন পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে: হামাসের ঘোষণা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত তাদের সশস্ত্র লড়াই অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাস।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

হামাস জানায়, দখলদারিত্ব বজায় থাকা অবস্থায় প্রতিরোধ এবং সশস্ত্র কার্যক্রম জাতীয় ও বৈধ সংগ্রাম হিসেবে চলবে। তারা স্পষ্ট করে দিয়েছে, ফিলিস্তিনিদের পূর্ণ জাতীয় অধিকার, সার্বভৌমত্ব এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই থামানো হবে না।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ দাবি করেন, যুদ্ধবিরতির সাম্প্রতিক আলোচনায় হামাস অস্ত্রসমর্পণের আগ্রহ দেখিয়েছে। ওই দাবির পরপরই হামাস বিবৃতি দিয়ে জানায়, তারা অস্ত্র সমর্পণ করবে না এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর হামলার পর এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত এবং দেড় লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। কয়েক দফা যুদ্ধবিরতি আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভিযোগ করেন, হামাসের অনড় অবস্থানের কারণে শান্তিচুক্তি সম্ভব হয়নি। তবে হামাসের দাবি, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে কঠিন শর্ত আরোপ করে চুক্তি বাধাগ্রস্ত করছে। গোষ্ঠীটি আরও জানিয়েছে, গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি কাটার আগে তারা দখলদার ইসরায়েলের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়