শিরোনাম
◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ১০:২৫ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইবার হামলার হুমকিতে রাশিয়া এরোফ্লোট এয়ারলাইন্স, ডজনখানেক ফ্লাইট বাতিল

ইউক্রেনপন্থিদের সাইবার হামলার হুমকিতে রাশিয়া এরোফ্লোট এয়ারলাইন্স সোমবার তাদের ডজন ডজন ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। এরোফ্লোট রাশিয়ার জাতীয় বিমান সংস্থা। তবে তারা সমস্যা সম্পর্কে বিস্তারিত জানায়নি। বলেনি সমস্যা সমাধানে কতো সময় লাগবে।

কিন্তু মস্কোতে শেরেমেটিয়েভো বিমানবন্দরে ডিপার্চার বোর্ড লাল দেখাচ্ছিল। এ সময়ে বহু রাশিয়ান তাদের অবকাশ যাপনে যান। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে আরও বলা হয়, পরিস্থিতিকে উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে ক্রেমলিন। প্রসিকিউটররা নিশ্চিত করেছেন হ্যাকারদের কারণে বিমান সংস্থাটিতে সমস্যা হয়েছে। এ বিষয়ে ক্রিমিনাল তদন্ত শুরু হয়েছে।

ওদিকে সাইলেন্ট ক্রো নামের একটি হ্যাকিং গ্রুপ বিবৃতিতে বলেছে, সাইবার পার্টিসান্স নামে বেলারুশের একটি গ্রুপের সঙ্গে তারা হ্যাকিং অপারেশন চালিয়েছে। এর সঙ্গে ইউক্রেন যুদ্ধের যোগসূত্র আছে। বিবৃতিতে তারা বলেছে, ‘ইউক্রেনের মঙ্গল! বেলারুশ দীর্ঘজীবী হোক!

এর আগে এ বছর রাশিয়ার রাষ্ট্রীয় টেলিযোগাযোগ বিষয়ক একটি কোম্পানি, রিয়েল এস্টেট ডাটাবেজ, একটি বৃহৎ ইন্স্যুরেন্স সংস্থা, মস্কোতে সরকারের আইটি বিভাগ ও রাশিয়ায় দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিয়া’র অফিসে হ্যাক করার দাবি করে সাইলেন্ট ক্রো।

এর ফলে ওইসব প্রতিষ্ঠানের বিরাট আকারের ডাটা ফাঁস হয়ে যায়। ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেন, পাবলিক ডোমেইনে যেসব তথ্য আমরা পাচ্ছি তা পুরোপুরি উদ্বেগজনক। হ্যাকাররা বড় বড় সব কোম্পানিতে যে হ্যাক করেছে তাতে জনগণের সেবা দেয়া হুমকিতে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়