শিরোনাম
◈ মহানবী (সা.)-এর যে ৯টি অভ্যাস সুস্থ জীবন যাপনে অত্যন্ত উপকারী ছিল ◈ চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করবে এনবিআর ◈ ‘ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ লেখা ব্যানার টাঙিয়ে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ◈ সরকার এনসিপির পৃষ্ঠপোষকতা করছে, নিরপেক্ষ না হলে বিকল্প সরকার গঠনের প্রয়োজন হতে পারে: ভিপি নূর ◈ অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে নোয়াখালীর নিঝুম দ্বীপ ◈ ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠতি হয়েছে : নাহিদ ইসলাম ◈ নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থানে বিএনপি, জামায়াত আর এনসিপি ◈ গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬, আহত ১৫ ◈ হাতিয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি, সারাদেশের সঙ্গে নৌ-যোগাযোগ বন্ধ ◈ উত্তরায় বিমান দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪০, পাঁচ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ০৩:২২ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ায় ৪৮ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

রাশিয়ার ৪৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। দেশটির পূর্বে আমুর অঞ্চলে গন্তব্য থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ৪২ জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে আঙ্গারা এয়ারলাইন্সের এএন-টোয়েন্টিফোর বিমানটি চীনা সীমান্তের কাছে ব্লাগোভেশচেনস্ক ছেড়েছিল এবং টাইন্ডা বিমানবন্দরের কাছে পৌঁছানোর সাথে সাথে রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল।

আমুরের আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন যে বিমানটি খুঁজে বের করার জন্য "প্রয়োজনীয় সব ব্যবস্থা" রাখা হয়েছে। তিনি আরও বলেন, বিমানে পাঁচজন শিশুও ছিল।

এর কিছুক্ষণ পরেই রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে যে একটি রাশিয়ান বেসামরিক বিমান চলাচল হেলিকপ্টার বিমানের জ্বলন্ত অংশ দেখতে পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

তাস সংবাদ সংস্থা আমুরের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রেরবরাত দিয়ে জানিয়েছে, বিমানটি টাইন্ডা থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে একটি পাহাড়ের কাছে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে ঘন বনভূমিতে বিমানের ধ্বংসাবশেষ জ্বলতে দেখা গেছে।

জরুরি কর্মকর্তাদের মতে, খারাপ আবহাওয়ার কারণে, নাকি পাইলটের ভুলে, নাকি কারিগরি ত্রুটির কারণে এইদুর্ঘটনা হলো তা প্রাথমিক তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

আঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ টোয়েন্টিফোর বিমান প্রায় ৫০ বছরের পুরোনো এবং অতীতে এর সমস্যা ছিল বলে জানা গেছে।

২০১৯ সালের জুলাই মাসে নিজনিয়াঙ্গারস্ক বিমানবন্দরে অবতরণের সময় একটিএএন-টোয়েন্টিফোর আরভি রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানের দুই ক্রু নিহত হন।

২০১১ সালে সাইবেরিয়ার ওব নদীতে আরেকটি আঙ্গারা এএন-টোয়েন্টিফোর বিধ্বস্ত হয়, যার ফলে সাত যাত্রী নিহত হন। সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়